v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের রাজনৈতিক পরামর্শক সম্মেলনের একাদশ জাতীয় কমিটির দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
2009-03-12 11:09:28

    সি আর আইয়ের সংবাদদাতা জানান ,চীনের রাজনৈতিক পরামর্শক সম্মেলনের একাদশ জাতীয় কমিটির দ্বিতীয় অধিবেশন ১২ই মার্চ পেইচিংয়ে সমাপ্ত হয়েছে।

    হু চিন থাও , ওয়েন চিয়া পাও, উ পাং কুও, চিয়া ছিং লিন প্রমুখ চীনের কমিউনিস্ট পার্টি ও দেশের নেতারা সমাপনি অনুষ্ঠনে উপস্থিত ছিলেন ।

    রাজনৈতিক পরামর্শক সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন তাঁর সমাপনী ভাষণে বলেন , দ্বিতীয় অধিবেশন চলাকালে রাজনৈতিক পরামর্শক সম্মেলনের সদস্যরা চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন ও সম্প্রীতিপূর্ণ সমাজ রক্ষা সম্পর্কে সক্রিয়ভাবে মতামত প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনেক মূল্যবান প্রস্তাব দিয়েছেন ।

    চেয়ারম্যান চিয়া ছিং লিন আরো বলেন,এবারের অধিবেশনে সদস্যরা ৭৬৯টি বক্তৃতা দিয়েছেন । তাঁরা যে ৫৫৭১টি প্রস্তাব উত্থাপন করেছেন তার মধ্যে ৫০৩৫টি প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ । তাঁরা তথ্য বহুল প্রায় ৯০০টি রিপোর্টও পেশ করেছেন ।

    জানা গেছে ,সমাপনি অনুষ্ঠনে রাজনৈতিক পরামর্শক সম্মেলনের স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী , প্রস্তাব যাচাই বিষয়ক রিপোর্ট এবং একটি রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China