চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ তা ওয়েই ১০ মার্চ সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চীন সরকার দায়িত্বশীল মনোভাব নিয়ে নিজের দেশের ব্যাপার পরিচালনার পাশপাশি সক্রিয়ভাবে আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেয় এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণসহ সৃজনশীল কাজ চালিয়ে যাচ্ছে। যাতে আর্থিক সংকট মোকাবিলা করা সম্ভব হয়। তিনি বলেন,
(রি-১)
আর্থিক সংকট মোকাবিলায় বিশ্বের অর্থনীতিকে যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় চাঙ্গা করার জন্যে চীন দায়িত্বশীল মনোভাব নিয়েছে। প্রথমত, আমরা নিজের বিষয়গুলোকে ভালোভাবে সম্পদন করবো। তাহলে কেবল আর্থিক সংকটের প্রশমন এবং বিশ্বের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করার ক্ষেত্রে বিরাট অবদান রাখা সম্ভব হবে। দ্বিতীয়ত, সক্রিয়ভাবে আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেয়া। আমরা ২০টি দেশ গোষ্ঠী শীর্ষ সম্মেলন, আসিয়ান দেশসমূহ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করছি। আমরা নতুন ব্যবস্থাও নিয়েছি। যেমন রেনমিনপি'র মাধ্যমে কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক ব্যবস্থা অব্যাহত রাখা হবে। এর ফলে এ সব দেশের বৈদেশিক মুদ্রার রিজাভের অভাব পুরণ করা সম্ভব হবে।
খোং চিয়া চিয়া |