v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনে বসবাসরত বিদেশীরা চীনের অর্থনীতির সম্ভাবনাময় ভবিষ্যতের ওপর আশাবাদী
2009-03-11 12:17:09

    চীনে বসবাসরত বিদেশীরা পেইচিংয়ে অনুষ্ঠিত জাতীয় গণ কংগ্রেস ও গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনের ওপর ব্যাপক মনোযোগ দিচ্ছেন। তাঁরা বলেন, চীনের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় ভবিষ্যতের ব্যাপারে তাঁরা আশাবাদী। এ ক্ষেত্রে সারা বিশ্ব চীনের ভূমিকা প্রত্যাশা করে।

    উত্তর কোরিয়ার শ্রম পার্টির কেন্দ্রীয় মুখপত্র 'রোডোং সিনমুন' এর পেইচিং শাখার সংবাদদাতা বলেছেন, চীনের উন্নয়নের ভবিষ্যত সম্ভাবনাময়। এ বছর হচ্ছে 'উত্তর কোরিয়া ও চীনের মৈত্রী বর্ষ'। রোডোং সিনমুন পত্রিকা আবেগপূর্ণভাবে চীনের সফলতা ও দু'দেশের জনগণের মধ্যকার মৈত্রীর পরিচয় করিয়ে দিচ্ছে।

    ভিয়েতনামের বার্তা সংস্থার পেইচিং শাখার সংবাদদাতা বলেছেন, চীনের দুটি অধিবেশনে গ্রাম, কৃষি ও কৃষক সম্পর্কিত আলোচনা হচ্ছে ভিয়েতনামের তথ্য মাধ্যমের দৃষ্টির প্রধান দিক। চীনের কৃষি উন্নয়নের ব্যবস্থাগুলো থেকে ভিয়েতনামের অনেক শিক্ষার বিষয় রয়েছে।

    বিশ্ব ব্যাংকের চীন ও মঙ্গোলিয়া সংক্রান্ত ব্যুরোর মহাপরিচালক দু দা ওয়েই বলেছেন, চীন সরকার দৃঢ় ব্যবস্থা নিয়ে বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজে বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিশ্চয়তা বিধানের ক্ষেত্রে ব্যয় বাড়ানোর মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি চাঙ্গা করছে। তিনি মনে করেন, চীনের অর্থনীতি অব্যাহতভাবে স্থিতিশীল ও অপেক্ষাকৃত দ্রুত গতিতে প্রবৃদ্ধি বজায় রাখবে এবং বিশ্বের অর্থনীতি পতনের প্রবণতা পরিবর্তনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China