v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
গণ প্রতিনিধি সম্মেলন চীনের মৌলিক রাজনৈতিক ব্যবস্থা
2009-03-11 10:55:58
    ১১ মার্চ প্রকাশিত "পিপলস ডেইলী" পত্রিকার একটি প্রবন্ধে বলা হয়েছে , গণ প্রতিনিধি সম্মেলন ব্যবস্থা হল চীনের মৌলিক রাজনৈতিক ব্যবস্থা এবং গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতিফলন ।

    প্রবন্ধে বলা হয়েছে , গণ প্রতিনিধি ব্যবস্থা হল চীনের নিজস্ব বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের উন্নয়ন পথের সবচেয়ে বড় বৈশিষ্ট । তা শুধু চীনের বিভিন্ন জাতির জনগণের অভিন্ন স্বার্থ ও আকাঙ্খা প্রকাশ করেছে তা নয় , বরং তা চীনের সমাজতন্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিফলন । তা সার্বিকভাবে চীনের নিজস্ব বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের বৈশিষ্ট্য ও সুবিধার প্রতিফলন ঘটিয়েছে ।

    গণ প্রতিনিধি সম্মেলন ব্যবস্থা দেশের রাজনৈতিক ব্যবস্থা হিসেবে সব অধিকার জনগণের-এ কথার প্রতিফলন ঘটিয়েছে এবং তা জনগণের মৌলিক স্বার্থ রক্ষা নিশ্চিত করেছে ।

    ৫০ বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত গণ প্রতিনিধি সম্মেলন ব্যবস্থা ব্যপকভাবে জনগণের দেশ শাসন করার অধিকার নিশ্চিত করেছে , জনগণের সমাজতন্ত্রের নির্মাণে অংশ নেয়ার ক্ষেত্রে উত্সাহ দিয়েছে , দেশের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সহযোগিতা নিশ্চিত করেছে , দেশ ও জাতির ঐক্য রক্ষা করেছে ।

    গণ প্রতিনিধি সম্মেলন ব্যবস্থা চীনের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ । এ থেকে বোঝা যায় , সমাজতন্ত্রিক দেশের বৈশিষ্ট হল জনগণের দেশ শাসনের অধিকার রক্ষা করা । এ ব্যবস্থার সুষ্ঠু উন্নয়ন হবে কি না তা জনগণের দেশ শাসনের অধিকারের নিশ্চিত করা এবং পার্টি ও দেশের ব্রতের সুষ্ঠু উন্নয়নের সঙ্গে জড়িত । (শুয়েই ফেই ফেই)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China