v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সংকটের সম্মুখীন সত্বেও চীন জনসাধারণের জীবিকা নিশ্চিত উন্নত করার ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে
2009-03-10 19:58:33
আন্তর্জাতিক আর্থিক সংকট বেড়ে যাওয়া এবং চীনের অর্থনীতির উন্নয়ন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পটভূমিতে পেইচিংয়ে অনুষ্ঠানরত চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থা--চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলন জনসাধারণের জীবনযাপন নিশ্চিত ও উন্নত করার ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে ।

চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর লোকসংখ্যা এবং শ্রম ও অর্থনীতি গবেষণা কেন্দ্রের মহা পরিচালক ছাই ফাং উল্লেখ করেন , চিকিত্সা , বার্ধক্য, বসতি এবং শিক্ষাসহ নানা সামাজিক নিরাপত্তা বিষয় যার ওপর চীনা জনসাধারণ বেশি গুরুত্ব দেয় সেগুলোর সুষ্ঠু সমাধান করা যাবে কী না তা ইতোমধ্যে অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ এবং অর্থনিতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন তরান্বিত করার একটি প্রধান উপাদানে পরিণত হয়েছে । ছাই ফাং বলেন, অধিবাসীরা ব্যাংকে গিয়ে টাকা মজুদ করে রাখেন , খরচ করেন না । এর একটি প্রধান কারণ হল , বুড়ো হলে , অসুস্থ হলে , বেকার হলে এবং সন্তান স্কুলে ভর্তি হলে তাদের কী করা যাবে ? যদি আমরা সরকারের ব্যয় বাড়ানোর মাধ্যমে আরও বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দিতে পারি তাহলে অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাবে ।

জনসাধারণের চাহিদা মেটানোর জন্য চীন সরকার পদক্ষেপ নিচ্ছে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৫ মার্চ যে সরকারী কার্যবিবরণী দিয়েছেন তা থেকে বোঝা যায় যে , আন্তর্জাতিক আর্থিক সংকটের নেতিবাচক প্রভাবে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি অনবরত হ্রাস পেলেও এ বছর সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় এবং জনসাধারণের জীবনযাপন সম্পর্কিত প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমান আগের চাইতে বিপুল মাত্রায় বেড়েছে । ওয়েন চিয়াপাও বলেন , যতই অসুবিধা দেখা দেয় ততই জনসাধারণের চাহিদার ওপর গুরুত্ব দিতে হয় । এ বছর সমাজ উন্নয়নে জরুরীভাবে প্রয়োজন এবং জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বড় প্রকল্প নির্মানে সর্বাধিক শক্তি প্রয়োগ করা হবে ।

১৩০ কোটি লোকসংখ্যা বিশিষ্ট চীনের পক্ষে এ সব সমস্যার সমাধান করা সহজ নয় । এ জন্য চীন সরকার ভালভাবে কয়েকটি কাজ সম্পন্ন করার পদক্ষেপ নিয়েছে । চিকিত্সা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের মাধ্যমে জনসাধারণ সহজে ডাক্তারের সেবা নিতে পারে না এবং একবার হাসপাতালে গেলে বেশি খরচ হয় এমন সমস্যার সমাধানে চীন সরকার পরবর্তী তিন বছরে ৮৫০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে । এ সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বলেন, মৌলিক চিকিত্সা নিশ্চিত ব্যবস্থার নির্মান জোরদার করা হবে । সারা দেশের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের অধিবাসীদেরকে আলাদাআলাদা শহর ও গ্রামাঞ্চলের চিকিত্সার নিশ্চিত ব্যবস্থায় অর্ন্তভুক্ত করা হবে । পরবর্তী তিন বছরের মধ্যে চিকিত্সা নিশ্চিত ব্যবস্থায় অর্ন্তভুক্তির হার ৯০ শতাংশে উন্নীত করা হবে । জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , কানসু প্রদেশের স্বাস্থ্য বিভাগের উপপ্রধান কো ইয়ুফেন বলেন , চিকিত্সা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের প্রক্রিয়ায় সরকারের উচিত আর্থিক দিক থেকে অনুন্নত অঞ্চলের ওপর বেশি গুরুত্ব সহকারে সুবিধা দেয়া ।

জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , পেইচিং বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তৃতীয় হাসপাতালের অর্থপোডিক্স বিভাগের প্রধান লিউ চুংজুন বলেন , শহরাঞ্চলের কমিউনিটির হাসপাতালের নির্মান ও দক্ষ মানুষ লালনপালনের কাজ জোরদার করতে হবে । কমিউনিটির চিকিত্সকদের মান উন্নত করা এবং রোগীদের ডাক্তার দেখার অসুবিধার সমাধানের জন্য তাদেরকে বড় হাসপাতালে প্রশিক্ষণ নিতে পাঠাতে হবে । কয়েক বছর পর কমিউনিটিতে তারা ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী।

চিকিত্সা জনিত কঠিন সমস্যার মতো গ্রামাঞ্চলের বার্ধক্য সমস্যাও চীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে । এখন চীনে যাদের বয়স ৬০ বছরেরও বেশি এমন লোকের সংখ্যা ১৫.৩ কোটি । এর মধ্যে ৭০ শতাংশই গ্রামাঞ্চলে থাকে । ১৯৮৬ সালে চীন শহরাঞ্চলের অবসরপ্রাপ্ত লোকদের জন্য বার্ধক্য বীমা ব্যবস্থা চালু করেছে এবং পরপর গত ৪ বছরে অবসরপ্রাপ্ত লোকদের পেনশন বাড়িয়েছে । কিন্তু গ্রামাঞ্চলে বেশির ভাগ বুড়ো মানুষ এখনো তাদের পরিবারের ওপর নির্ভরশীল ।

জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , আনহুই প্রদেশের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিভাগের প্রধান চু ইয়ুং বলেন , এ ব্যবস্থার ত্রুটি পূরণ করা একটি জরুরী সমস্যায় পরিণত হয়েছে । যাতে ব্যাপক কৃষক সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিতে পারেন তার জন্য গ্রামাঞ্চলে তাড়াতাড়ি নতুন বার্ধক্য নিরাপত্তা ব্যবস্থা করতে হবে । এভাবে করলেই কেবল ব্যবস্থাগত ত্রুটিজনিত সমস্যার সমাধান করা যাবে ।

এখন চীনের কিছু কিছু গ্রামাঞ্চলে পরীক্ষামূলকভাবে নতুন সামাজিক বার্ধক্য নিরাপত্তা ব্যবস্থার কাজ চালু রয়েছে । অনুমান করা যায় যে , সরকারের পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে চীনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মান বিপুলমাত্রায় উন্নতি লাভ করবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China