v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সংস্কার ও উন্মুক্তকরণ হচ্ছে চীনের বর্তমান আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলার একটি শক্তিশালী হাতিয়ার : ওয়েন চিয়া পাও
2009-03-10 19:24:04
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন , সংস্কার ও উন্মুক্তকরণ হচ্ছে যেমন আজকের চীনের ভাগ্য নির্ধারণের একটি নিয়ামক বাছাই , তেমনি বর্তমান আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলার একটি শক্তিশালী হাতিয়ার । অসুবিধা যত বেশি হবে , সংস্কার ও উন্মুক্তকরণের নীতিতে আমাদের ততই অবিচল থাকা উচিত হবে ।

    এদিন ওয়েন চিয়া পাও অন্তর্মংগোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিনিধিদলের আলোচনা সভায় অংশ নেন । আলোচনা সভায় তিনি বলেন , রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে সংস্কার ও সৃজনশীলতার মর্ম কার্যকর করতে হবে এবং অনবরত চীনের বাস্তব অবস্থার সংগে সংগতিপূর্ণ উন্নয়নের পথ ও নমুনা সুসংহত করতে হবে , যাতে উন্নয়নের জন্যে বলিষ্ঠ চালিকা শক্তি যোগাড় করা যায় । পাশাপাশি বৈদেশিক উন্মুক্তকরণের মৌলিক জাতীয় নীতি অনুসরণ করে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় চীনের অংশগ্রহণের প্রাধান্য বজায় রাখতে হবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China