v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইতিবাচক লক্ষণ দেখা দেয়া সত্ত্বেও চীনের শিল্প একটি কঠিন সময়ের সম্মুখীনঃলি ই চুং
2009-03-10 18:11:29

    ইতিবাচক লক্ষণ দেখা দেয়া সত্ত্বেও চীনের শিল্প একটি কঠিন সময়ের সম্মুখীন। ১০ মার্চ চীনের শিল্প ও তথ্য বিষয়ক মন্ত্রী লি ই চুং পেইচিংয়ে এ কথা জানান।

    এদিন জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশনের পর এক সাংবাদিক সম্মেলনে লি ই চুং বলেন, বর্তমানে চীনের শিল্প কারখানায় বিদ্যুত্ ব্যবহারের পরিমাণ কমানোর হার বেশি দেখা যায় না, লৌহ ও ইস্পাত উত্পাদনের পরিমান পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। গত দু'মাসে লৌহ ও ইস্পাত এবং সিমেন্ট উত্পাদনের পরিমান গত বছরের একই সময়ের তুলনায় পৃথক পৃথকভাবে ৩.১ ও ১৭ শতাংশ বেশি। মাসিক গাড়ি বিক্রীর পরিমান গত জুলাই মাসের অবস্থায় ফিরে এসেছে। এ সব কিছুই শিল্প ক্ষেত্রে সৃষ্ট ইতিবাচক লক্ষণ।

    একই সঙ্গে লি ই চুং বলেন, এখন চীনের শিল্প আরও একটি কঠিন সময়ের সম্মুখীন। এতে প্রথমতঃ আন্তর্জাতিক আর্থিক সংকট এখনও বিদ্যমান, যা চীনের ওপর আরো বেশি প্রভাব ফেলছে এবং আমদানি ও রপ্তানির হারও বেশ উদ্বেগজনক। দ্বিতীয়তঃ চীনের কিছু কিছু খাতের উত্পাদন ক্ষেত্রে উদ্বৃত্ত থাকার লক্ষণ দেখা দিয়েছে। --ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China