v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের কর্মসংস্থান পরিস্থিতি প্রাথমিকভাবে উন্নত হচ্ছে
2009-03-10 18:10:18

    চীনের কর্মসংস্থান পরিস্থিতির প্রাথমিক উন্নতি হয়েছে। গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে চীনের শহরে নতুন কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ১০ মার্চ চীনের মানব সম্পদ ও সামাজিক নিশ্চয়তা বিধান বিষয়ক মন্ত্রী ই ওয়েই মিন এ কথা জানান।

    চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের এক সাংবাদিক সম্মেলনে ই ওয়েই মিন বলেন, সংশ্লিষ্ট নীতি-মালা কার্যকর হওয়ায় গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে চীনের শহরে নতুন কর্মসংস্থানের সংখ্যাবেড়েছে যথাক্রমে ৬ লাখ ৯০ হাজার এবং ৯ লাখ ৩০ হাজার। যা গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসের তুলনায় অনেক বেশি ।

   তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক সংকটের কারণে চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার ধীর গতিতে এগুচ্ছে । শহরে নতুন কর্মসংস্থানের সংখ্যা বিরাট মাত্রার কমেছে। নিম্নমুখীনতার দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে কর্মসংস্থান পরিস্থিতি অত্যন্ত গুরুতর। --ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China