খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চীন সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ |
চীনের সর্বোচ্চ গণ অভিসংশক কার্যালয়ের মহা পরিচালক চাও জিয়েন মিন ১০ মার্চ পেইচিংয়ে বলেছেন, বিষাক্ত খাদ্য ও ওষুধ তৈরীর ক্ষেত্রে চীন সরকার অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেবে। যারা খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে অপরাধ করে যাচ্ছে তাদেরকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেয়া হবে।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার সময় চাও জিয়েন মিন এ কথা বলেন। তিনি বলেন, চীনের জনগণের মৌলিক স্বার্থ রক্ষার জন্য চীনের অভিসংশক বিভাগগুলো নকল খাদ্য ও ওষুধের নিরাপত্তা সম্পর্কিত বিশেষ সংস্কার অভিযানে সক্রিয়ভাবে যোগ দেবে।
তিনি বলেন, খাদ্য ও ওষুধের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে চীনের অভিসংশক বিভাগগুলো তাদের যথোচিত ভূমিকা পালন করবে। |
|
|
|
|
অন-লাইন জরীপ |
|
|
|