চীনের বাণিজ্য মন্ত্রী ছেন তে মিং বলেছেন , বিদেশে সহায়তা , ঠিকাদার প্রকল্প ও বিদেশী শিল্পপ্রতিষ্ঠানকে আকর্ষণের উন্নয়নের উপায় নিয়ে পর্যালোচনা করা হচ্ছে । ১০ মার্চ পেচিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশনের এক সংবাদ সম্মেলনে ছেন তে মিং এ কথা বলেন ।
ছেন তে মিং বলেন , সম্প্রতি তার নেতৃত্বে পরিচালিত চীনের ক্রয় প্রতিনিধিদল পশ্চিম ইউরোপের চারটি দেশ সফরের সময় বহু দেশের শিল্পপ্রতিষ্ঠান চীনের সংগে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছে । এ ব্যাপারে চীন সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে । চীন আশা করে যে , চীনের শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানগুলো বিদেশে গিয়ে তাদের কর্মকান্ড সম্প্রসারণ করবে । এ ব্যাপারে চীন সরকার তাদের সহায়তার কাজ জোরদার করবে ।
ছেন তে মিং বলেন , চীন বাণিজ্যের ক্ষেত্রে উদ্বৃত্ত বজায় রেখেছে । তবে বিদেশে পর্যটন ও লেখাপড়া সম্প্রসারণের মাধ্যমে চীনের আন্তর্জাতিক আয়ের ক্ষেত্রে কোনো কোনো উদ্বৃত্তের মধ্যে প্রাথমিক ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হয়েছে । |