আগামী কয়েক মাস চীনের বৈদেশিক বাণিজ্য পরিস্থিতি কঠিন থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে । ১০ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির বার্ষিক অধিবেশনে চীনের বাণিজ্য মন্ত্রী জেন দে মিন এ কথা বলেন।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর নভেম্বরের শুরু থেকে চীনের বৈদেশিক আমদানি-রফতানি ক্ষেত্রে শুন্য বৃদ্ধি দেখা দিয়েছে। গত জানুয়ারী মাসে বৈদেশিক আমদানি ও রফতানির পরিমাণ ৩০ শতাংশ কমেছে। শুল্ক বিভাগের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, ফেব্রুয়ারী মাসেও এ ক্ষেত্রে শূন্য বৃদ্ধি হতে পারে।
জেন দে মিন বলেন, বিশ্বের অব্যাহত অর্থনৈতিক মন্দা , মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ক্ষেত্রের সমস্যাগুলো চূড়ান্তভাবে দেখা না দেয়া, ইউরোপের ব্যাংকিং সমস্যা ও পূর্ব ইউরোপের সম্মুখীন সমস্যার অবনতির কারণে আগামী কয়েক মাসের মধ্যে চীনের বৈদেশিক বাণিজ্য পরিস্থিতির কঠিন্য অব্যাহত থাকবে। তিনি পাশাপাশি বলেন, চীনের বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রের মন্দা প্রতিরোধের জন্য কর আদায় ও তহবিল সংগ্রহ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে চীন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। চীন বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্মিলিতভাবে বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা করতে প্রস্তুত। |