অর্থনীতিকে চাংগা করার লক্ষ্যে চীন সরকারের গত বছর নেয়া ৪ ট্রিলিয়ন ইউয়ানের পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি চীনের জাতীয় গণ কংগ্রেস তত্ত্বাবধান করবে। ৯ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের অর্থ কমিটির উপপরিচালক কাও ছিয়াং পেইচিংয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।
তিনি বলেন, ৪ ট্রিলিয়ন ইউয়ানের অর্থনীতিকে চাংগা করার পরিকল্পনা হচ্ছে চীনা জনগণের একটি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দিক। এ অর্থের ওপর তত্ত্বাবধানের কাজ জোরদার করা জাতীয় গণ কংগ্রেসের কর্মকান্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরও বলেন, জাতীয় গণ কংগ্রেস শুধুমাত্র সরকারের বরাদ্দকৃত অর্থের তত্ত্বাবধান করবে। --ওয়াং হাইমান |