চীনের এয়োদশ জাতীয় গণ কংগ্রসের স্থায়ী কমিটির প্রেসিডিয়ামের দ্বিতীয় অধিবেশন ৯ই মার্চ মহা গণ ভবনে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ভোটদানের মাধ্যমে বিভিন্ন প্রতিনিধি দলের মধ্যে সরকারের কার্যবিবরণী নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ৫ই ও ৬ই মার্চ বিভিন্ন প্রতিনিধি দলের মধ্যে সরকারের কার্যবিবরণী নিয়ে নিষ্ঠার সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিনিধিরা সরকারের কার্যবিরবণী ভূয়সী প্রশংসা করেছেন এবং গত এক বছর রাষ্ট্রীয় পরিষদের কাজকর্মের পুরোপুরি মূল্যায়ন করেছেন। প্রতিনিধিরা এ কার্যবিবরণী সম্পর্কে বিস্তারিত কয়েকটি প্রস্তাব উত্থাপন করেছেন। তাদের ধারণা অনুযায়ী, সরকারের কার্যবিবরণীতে ১৭টি ধারা সংশোধিত হয়েছে।
অধিবেশনে চীনের জাতীয় গণ কংগ্রেসের আর্থিক কমিশনের চেয়ারম্যান সি শিও সি ২০০৮ সালে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত আর্থিক কমিশনের কার্যকার পরিকল্পনা এবং ২০০৯ সালে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের খসড়া পরিকল্পনা সম্পর্কে রিপোট দিয়েছেন। এ কমিশনের ভাইস চেয়ারম্যান গাও ছাং ২০০৮ সালে কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের কার্যকারিতা ও ২০০৯ সালে কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের খসড়া প্রস্তাব বিবেচনা সম্পর্কে রিপোট দিয়েছেন। |