v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের গণ কংগ্রেস খাদ্য নিরাপত্তার ওপরে গভীর দৃষ্টি রাখছে
2009-03-09 11:04:14

    খাদ্য নিরাপত্তা জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে জড়িত, গণ কংগ্রেসের প্রতিনিধিরা ও সমাজের বিভিন্ন মহল এর প্রতি গভীর দৃষ্টি রাখছে। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও ৯ মার্চ স্থায়ী কমিটি'র কর্মকান্ড সংক্রান্ত রিপোর্টে এ কথা জানিয়েছেন।

    'খাদ্য নিরাপত্তা আইন' প্রণয়ন প্রক্রিয়াসময়, 'সান লু দুগ্ধজাত দ্রব্যে ম্যালামাইন' মিশ্রনের ঘটনা ঘটেছে। স্থায়ী কমিটি তদন্ত ও মতামত গ্রহণের ভিত্তিতে 'খাদ্য নিরাপত্তা আইন'-এর সংশোধন করেছে।

    প্রথমতঃ খাদ্য নিরাপত্তার তদারকি জোরদার করার জন্য, সংশ্লিষ্ট বিভাগ নিজের দায়িত্ব পালনের মাধ্যমে তত্ত্বাবধানের কাজ জোরদার করবে। রাষ্ট্রীয় পরিষদ খাদ্য নিরাপত্তা কমিটি স্থাপন করে সংশ্লিষ্ট কাজের পরিচালনা করবে।

     দ্বিতীয়তঃ খাদ্য মিশ্রনদ্রব্য সংক্রান্ত ব্যাপারে ব্যবহার না করা বা অল্প ব্যবহার করার নীতি অনুসরণ করে শুধু প্রয়োজনীয় এবং নিরাপদ মিশ্রনদ্রব্য ব্যবহার করা যায়।

    তৃতীয়তঃ বতর্মানে বাজারে বিভিন্ন রকমের স্বাস্থ্য রক্ষাকারী দ্রব্য আছে, যার বিক্রি থেকে আয় ১০০বিলিয়নে ইউয়ানের উপরে। এসব দ্রব্যের মানসম্মত করার কাজ আরো জোরদার করা হবে। (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China