উ পাং কুও
গত বছরে জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি বিজ্ঞানসম্মত ও গণতান্ত্রিক আইন প্রণয়ন এবং এতে নাগরিকদের সক্রিয় অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক ব্যবস্থা নিয়েছে।
উ পাং কুও বলেন, এবারের স্থায়ী কমিটি'র চেয়ারম্যান সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, স্থায়ী কমিটি পর্যালোচনা প্রায় সব আইন খসড়া প্রস্তাব সব গণ কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ খসড়াগুলো চীনের প্রধান প্রধান সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। এর মাধ্যমে ব্যাপকভাবে মতামত ও পরামর্শ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আইন প্রণয়ন সংস্থা খসড়ার সঙ্গে সংক্রান্ত বিষয় নিয়ে গভীর তদন্ত গবেষণা করবে এবং বিভিন্ন ফোরাম ও পর্যালোচনা সভার মাধ্যমে যথেষ্ট পরামর্শ করা হবে।
উ পাং কুও আরো বলেন, গত বছরে সিছুয়ান ভূমিকম্পের পর স্থায়ী কমিটি 'ভূমিকম্প প্রতিরোধ দুর্যোগ কমানো সংক্রান্ত আইন' পরিশোধনের প্রক্রিয়ায় প্রধান প্রধান সংবাদ মাধ্যম দিয়ে খসড়া প্রকাশ করে ৭৩০০টি মতামত পেয়েছে। গবেষকরা দুর্গত অঞ্চলে গিয়ে সেখানকার কর্মকর্তাদের মতামত শুনেছেন। (ইয়াং ওয়েই মিং) |