চীনের জাতীয় গণ কংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চলতি অধিবেশন থেকে জানা গেছে , চীনের অর্থনীতিতে স্থিতিশীলতা ও উন্নতির দিকে যাওয়ার আভাস পাওয়া গেছে । গত কয়েক দিন বিদেশী গণ মাধ্যম এ আভাসের ওপর গভীর নজর দিচ্ছে এবং চীনের অর্থনীতি পুনরুদ্ধারের ব্যবস্থার ইতিবাচক মূল্যায়ণ করেছে ।
রয়টারের খবরে প্রকাশ , চীনের অর্থনীতির পুনরুদ্ধার হচ্ছে । খবরে চীনা গণ ব্যাংকের গভর্নর চৌ সিয়াও ছুয়ানের কথার উদ্ধৃতি দিয়ে বলা হয় , বর্তমানে অর্থনৈতিক পরিসংখ্যানে অর্থনীতি স্থিতিশীল ও উন্নতির দিকে যাওয়ার কিছু আভাস পাওয়া গেছে । এতে প্রমাণিত হয়েছে যে , উপযুক্ত উদার মুদ্রা নীতি চালু হওয়ায় লক্ষ্যণীয় ফল পাওয়া গেছে ।
জাপানের কিওডো বার্তা সংস্থার খবরে বলা হয় , বিশ্ব আর্থিক তুফানের আঘাত মোকাবিলায় চীনের প্রচেষ্টায় সুফল পাওয়া গেছে । অবশ্য চীন এখনো কঠোর চ্যালেঞ্জের মুখে রয়েছে ।
কানাডার টরোন্টো স্টার মনে করে যে , চীনের দুটি চলতি অধিবেশন চীনের অর্থনীতিতে আস্থা যুগিয়ে দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রী এবং কৃষি শ্রমিক ও বেকারদের সহায়তার ক্ষেত্রে চীনের নানা ব্যবস্থার ওপর বিশেষ নজর দিয়েছে । |