চীনের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, সি ছুয়ান প্রদেশের ডেপুটি-গভর্নর ওয়েই হোং ৮ই মার্চ বলেছেন, সি ছুয়ানের ভয়াবহ ভূমিকম্পের পর পুনরুদ্ধার কাজে শহর ও গ্রামের অধিবাসীদের বসতবাড়ী, শিক্ষা ও স্বাস্থ্যসহ জন জীবনের সঙ্গে সম্পর্কিত সেবামূলক স্থাপনা নির্মাণ সবচেয়ে গুরুত্ব পেয়েছে।
ওয়েই হোং বলেন, ওয়েন ছুয়ান ভূমিকম্পের কারণে সি ছুয়ান প্রদেশের গ্রামের ১২ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর পুনঃনির্মাণ করতে হবে। গত ফেব্রুয়ারী মাসের শেষ নাগাদ ৯৪ শতাংশেরও বেশি বাড়িঘরের নির্মাণ কাজ শুরু হয়েছ। যে কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে সি ছুয়ান প্রদেশের মহাকুমায় ৩ লাখ ১০ হাজারেরও বেশি বাড়িঘর পুনঃনির্মাণ করতে হবে। এখন পর্যন্ত প্রায় এক চতুর্থাংশ পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। তা ছাড়া, মোট ৯ হাজার একশ'রও বেশি স্কুল পুনঃনির্মাণ করতে হবে। বর্তমানে ১৭৮০টি স্কুলের পুনঃনির্মাণ কাজ চলছে। চিকিত্সা সংস্থার পুনঃনির্মাণ প্রকল্পের স্থাপনার সংখ্যা ৪১০০টিরও বেশি এবং প্রায় ১৬০০টির প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে। (লিলি)
|