v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২০১০ শাংহাই বিশ্ব মেলায় অংশ নেয়ার সংখ্যা হবে ইতিহাসের সবচেয়ে বেশি
2009-03-08 19:13:12

    ৮ মার্চ পর্যন্ত হিসেবে দেখা গেছে, ২০১০ সালে শাংহাই বিশ্ব মেলায় ১৮৫টি দেশ ও ৪৬টি আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করবে। যা হচ্ছে ১৫৮ বছরের বিশ্ব মেলার ইতিহাসে নতুন রিকর্ড। ৮ মার্চ শাংহাই বিশ্ব মেলা নির্বাহী কমিটি'র উপ-প্রধান চৌ হান মিন এ তথ্য জানিয়েছেন।

    পেইচিংয়ে অনুষ্ঠিত জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের এক সংবাদ সম্মেলনে চৌ হান মিন বলেন, শাংহাই বিশ্ব মেলার দর্শকদের সংখ্যা ৭ কোটি হবে বলে অনুমাণ করা হচ্ছে। এর মধ্যে ৫ থেকে ১০ শতাংশই বিদেশী পর্যটক। এ সব দর্শকদের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।

    শাংহাই বিশ্ব মেলার নির্বাহী কমিটি'র প্রধান ওয়ান চি ফেই জানান, ব্যাংকিং সংকট এবারের মেলার ওপরে প্রভাব পড়বে না। যদি কোন কোন দেশ অর্থননৈতিক কারণে কঠিন অবস্থায় আছে, উদ্যোক্তা দেশ হিসেবে চীন তাদের কিছু সাহায্য করতে প্রস্তুত।

    জানা গেছে, বর্তমান এবারের বিশ্ব মেলার অবকাঠামো ও প্রধান প্রধান স্টেডিয়ামসহ ১০৮টি নির্মান প্রকল্পের কাজ চলছে। দলবদ্ধ টিকেট ২৭ মার্চ থেকে এবং ব্যক্তিগত টিকেট ১ জুলাই থেকে বিক্রি শুরু হবে। (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China