চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৭ মার্চ জাতীয় কংগ্রেসের নিয়মিত বার্ষিক সম্মেলনে হু পেই প্রতিনিধি দলের পর্যালোচনা সভায় অংশ নেন। তিনি বলেন, আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা এবং অর্থনীতির স্থিতিশীলতা ও তার দ্রুত উন্নয়ন বজায় রাখা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে চীনের প্রথম কাজ।
প্রতিনিধিদের ভাষণ শোনার পর ওয়েন চিয়া পাও বলেন, আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা এবং অর্থনীতির স্থিতিশীলতার পাশাপাশি তার দ্রুত উন্নয়নই একমাত্র কাজ নয়। একে আসলে বিভিন্ন পর্যায়ের সরকারের কাজ চালানোর কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করতে হবে। বিভিন্ন পর্যায়ের সরকারের একে কেন্দ্র করে কাজ চালানো, জটিল অবস্থা মোকাবিলার ক্ষমতা বাড়ানো এবং বিজ্ঞানসম্মত ও গণতান্ত্রিকভাবে নীতি প্রণয়নের ক্ষমতা ও জনগণের সঙ্গে সম্প্রীতি স্থাপনের ক্ষমতাকে বাড়াতে হবে। তা ছাড়া, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে অর্থনীতির স্থিতিশীলতা ও দ্রুত উন্নয়নকেও সমন্বয় করতে হবে। তাহলে জনগণের আরো বেশি কল্যাণ হবে। (লিলি) |