চীনর প্রতিরক্ষা অর্থনৈতিক গবেষণা বিশেষজ্ঞ ওয়েই হো বলেন, চীন যুক্তিযুক্তভাবে প্রতিরক্ষা ক্ষেত্রের বরাদ্দ বাড়ানো যুক্তিযুক্তভাবে উপযুক্ত।
চীনের জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশনে ঘোষণা করা হয়েছে, ২০০৯ সালে চীনের প্রতিরক্ষা বাজেট হলো ৪৮০.৬৮৬ বিলিয়ন ইউয়ান রেনমিনপি। এ পরিমাণ গত বছরের বাজেটের চেয়ে ১০ শতাংশ বেশি। ওয়েই হো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রতিরক্ষা ব্যয় অপেক্ষাকৃত বড় মাত্রায় বৃদ্ধি হয়েছে। কিন্তু পরিসংখ্যান দেখে বুঝা যায়, ২০০৯ সালে চীনের প্রতিরক্ষার বাজেট সারা দেশের সরকারী বাজেটের মাত্র ৬.৩ শতাংশ। এ অনুপাত কয়েক বছর আগের তুলনায় কিছুটা কমে গেছে। চীনের প্রতিরক্ষা বাজেট জিডিপির অনুপাতে কেবল ১.৪ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্র, বৃটেন ও রাশিয়ার প্রতিরক্ষা বাজেট দেশের জিডিপি'র অনুপাতে যথাক্রমে ৫ শতাংশ, ২.৪ শতাংশ ও ২.১ শতাংশ। এতে বুঝা যায়, চীনের প্রতিরক্ষা ব্যয় তুলনামূলকভাবে অনেক কম।
ওয়েই হো বলেন, পাশ্চাত্যের কয়েকটি দেশ ভিত্তিহীনভাবে বলেছে, চীনের প্রতিরক্ষা ব্যয় নির্মল ও সত্য নয়। আসলে চীন সরকার আইন অনুযায়ী প্রতিরক্ষা ব্যয় ক্ষেত্রে কড়াকড়িভাবে অর্থ বরাদ্দের ব্যবস্থা নেয় এবং প্রতিবছর জাতিসংঘে তার সামরিক ব্যয়ের রিপোর্ট দাখিল করে। প্রতিরক্ষা ব্যয়ের ব্যাপারে চীন আন্তরিক ও আত্মবিশ্বাসি। (ইয়ু কুয়াং ইউয়ে) |