তিব্বতের জনগণের যথেষ্ট গণতান্ত্রিকও স্বায়ত্তশাসিত অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা রয়েছে। জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন ও তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজনৈতিক পরামর্শ কমিটি'র ভাইস চেয়ারম্যান পাসাং দোনদ্রুপ এ কথা জানিয়েছেন। তিনি বলেন:
"এখন দালাই লামা গুজব ছড়িয়ে বলছে, তিব্বতে মানবাধিকার নেই। আসলে তা ঠিক নয়। আমাদের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিরা অধিকাংশই তিব্বতী জাতি'র ক্যাডার ও সাধারন মানুষ। আমাদের ক্যাডারের মধ্যে ৭০ শতাংশই তিব্বতী। "
ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন:
"বৈধ সব ধর্মকে কেন্দ্রীয় সরকার সুরক্ষা করে। তিব্বতে সব জায়গায় দেখা যায় ধর্মীয় কর্মকান্ড পালনকৃত তিব্বতীদের। তা খুব সাধারণ ব্যাপার।"(ইয়াং ওয়েই মিং) |