চীন সরকারের ৪ ট্রিলিয়ন ইউয়ানের অর্থনীতি'র পুনরুদ্ধার পরিকল্পনা প্রধানত জনগণের জীবনযাত্রা উন্নয়ন করা, কৃষি, গ্রাম ও কৃষক এবং অবকাঠামোর দিকে ব্যয় করা হবে। ৬ মার্চ চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি'র প্রধান জাং ফিং ৬ মার্চ এ কথা জানিয়েছেন।
একই দিন অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে জাং ফিং বলেন, ৪ ট্রিলিয়ন ইউয়ানের অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনায় কেন্দ্রীয় সরকারের সরাসরি বরাদ্দ রয়েছে ১.১৮ ট্রিলিয়ন। পরিকল্পনায় অবকাঠামো নির্মাণে ব্যয় হবে ১.৫ ট্রিলিয়ন ইউয়ান এবং সিছুয়ান ভূমিকম্পের পুনর্নির্মাণে ব্যয় হবে ১ ট্রিলিয়ন। (ইয়াং ওয়েই মিং) |