৬ মার্চ প্রকাশিত তাইওয়ানের বেশ কিছু পত্রিকা চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান এবং চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-এর সরকারী কর্মকান্ড বিষয়ক রিপোর্টের ওপর খবর প্রকাশসহ ইতিবাচক মূল্যায়ন করেছে।
ইউনিট পত্রিকা ও চায়না টাইমস পত্রিকাসহ বিভিন্ন প্রধান পত্রিকা ওয়েন চিয়া পাও-এর সরকারী কর্মকান্ড বিষয়ক রিপোর্টের সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করেছে। যেমন চলতি বছর চীনের মূলভূভাগে উত্পাদনের পরিমাণ বৃদ্ধির হার হবে ৮ শতাংশ, ইতিবাচক অর্থনৈতিক নীতি বাস্তবায়ন এবং সরকারী বরাদ্দ ব্যাপকভাবে বাড়বে।
তাইওয়ানের পত্রিকার গুরুত্ব দেয়ার আরেকটি প্রধান হল সরকারী কর্মকান্ড বিষয়ক রিপোর্টে তাইওয়ান সম্পর্কিত বিষয়বস্তু। চীয়না টাইমস পত্রিকা বলেছে, দু'পারের সম্পর্ক প্রশমিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিনের কর্ম রিপোর্টে দু'পারের শান্তিপূর্ণ উন্নয়নের ওপর জোর দিয়ে বলা হয়েছে। সরকারী কর্ম রিপোর্টে আরো বলা হয়েছে, দু'পারের সম্পর্ক শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলছে। তাইওয়ান আন্তর্জাতিক সংস্থার তত্পরতায় যোগ দেয়ার ব্যাপারে পরামর্শ করতে পারে। রাজনৈতিক ও সামরিক বিষয়ে আলোচনা করতে পারে। এটি গত বছরের মে মাস থেকে তাইওয়ান প্রণালীর অবস্থার মৌলিক পরিবর্তনের প্রতীক। এটি দু'পারের জনগণের যৌথ স্বার্থের জন্যও কল্যাণকর।(লিলু) |