জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী সদস্য, চীনের বৌদ্ধ ধর্মীয় পরিষদের তিব্বত শাখার উপ-পরিচালক দুপকাং তুপদেন কেদুপ ৬ মার্চ বলেন, এখন তিব্বতের বিছিন্নতাবাদী অল্প সংখ্যক মানুষ, তাদের সামাজিক ভিত্তি হারিয়ে গেছে।
তিনি বলেন, গত বছরের ১৪ মার্চের ঘটনা খুব দ্রুতভাবে অবসান ঘটেছে, এর প্রধান কারন হলো তিব্বতী জনগণের সক্রীয় সহযোগিতা। অল্প সংখ্যক বিছিন্নতাবাদীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে শুধু তাদের নিজের ইমিজ নষ্ট হয়ে যাবে।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের সমর্থন ও সাহায্যে তিব্বত এখন ইতিহাসের সবচেয়ে ভাল সময়পর্বে রয়েছে। তিব্বতের জনগণ এ থেকে কল্যানকর। (ইয়াং ওয়েই মিং) |