দুটি অধিবেশন এখন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক ব্যাংকিং সংকটের প্রেক্ষাপটে অর্থনীতি বিষয় হলো এবারের দুটি অধিবেশনের একটি কেন্দ্রীয় আলোচ্য বিষয়। ব্যাংকিং সংকটে পড়া ভারতের শ্রোতা চীনের অর্থনীতি নিয়ে খুব আগ্রহী।
শ্রোতা আনীর কুমার তার ইমেইলে বলেন, গত বছরের তুলনায় এ বছরে ব্যাংকিং সংকটের প্রভাব আরো তুমুল। নেতিবাচক প্রভাব কমানোর জন্য চীন সরকার অভ্যন্তরিন চাহিদা বাড়ানোর অর্থনীতি চালু করছে। অর্থনীতি'র উন্নয়ন বজায় থাকলে কর্মসংস্থান ও সামাজিক নিশ্চয়তা করা যায়।
ভারতের আরেকজন শ্রোতা লার কুয়েজ তার ইমেইলে বলেন, দুটি অধিবেশন চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধিবেশণে গত বছরে অর্জিত সাফল্য পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা তৈরী করা হয়। তিনি আশা করেন চীন ও ভারত সরকার একসাথে ব্যাংকিং সংকট মোকাবিলর করতে পারবে। (ইয়াং ওয়েই মিং) |