এ বছর চীনের কেন্দ্রীয় সরকার কৃষি অবকাঠামো ব্যবস্থা ও গ্রামীণ জন জীবন সংক্রান্ত প্রকল্প নির্মাণ এবং ভূমিকম্প দুর্গত অঞ্চলের পুনর্গঠনের ক্ষেত্রে ৯ শ' বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে । চীনের অর্থ মন্ত্রী শিয়ে স্যু রেন ৬ই মার্চ এ কথা জানিয়েছেন ।
তিনি বলেন , এ সব অর্থ নাগরিকদের বসতি , শিক্ষা , চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষা , জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নির্গমন হ্রাস এবং পরিবেশ রক্ষাসহ বিভিন্ন প্রধান প্রকল্প নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হবে ।
তিনি বলেন , এ বছর চীনে উদ্যোগের সঙ্গে কর ব্যবস্থার সংস্কার অভিযান চালানো হবে । এ সংস্কারের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান ও অধিবাসীদের এপর থেকে ৫ শ' বিলিয়ন ইউয়ান হ্রাস পাবে । এর পাশাপাশি বৈদ্যুতিক পণ্য , মোটর গাড়ি ও মোটর সাইকেল কেনার লক্ষ্যে কৃষকদের উত্সাহ দেয়ার জন্য তাদের যথার্থ ভর্তুকী দেয়া হবে । (থান ইয়াও খাং) |