সিনহুয়া সূত্র জানিয়েছে , তাইওয়ানের ইলেক্ট্রনিক শিল্প এসোসিয়েশনের উপপ্রধান রূও হুয়া জিয়া বলেন , প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের রিপোর্টে তাইওয়ান প্রণালীর দু'পারের অর্থ মহলের সহযোগিতা বাড়িয়ে মূল ভূভাগে তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানকে সাহয্যদানের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তাতে তাইওয়ানের শিল্পপতিদের আশা পূরণ হবে ।
তাইওয়ানের সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাং জিয়ান কুও বলেন , প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের রিপোর্টে তাইওয়ান প্রণালীর দু'পারের অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের যে প্রস্তাব দেয়া হয়েছে তা বাস্তবায়িত হলে দু'পারের উপকার হবে এবং তাইওয়ান বিশ্ব অর্থনীতির নতুন কাঠামোতে স্থান না পাওয়ার পরিণাম থেকে রেহাই পাবে ।
তাইপেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেন ইউ পিং বলেন , প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও তাঁর রিপোর্টে আর্থিক সংকট মোকাবিলায় দু'পারের সহযোগিতার যে প্রস্তাব দিয়েছেন তা শুনে তাইওয়ানের শিল্প মহল আশ্বস্ত ।
|