চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন ৫ই মার্চ থেকে পেইচিংয়ে শুরু হয়েছে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সরকারী কর্মকান্ড বিষয়ক এক রিপোর্টে বলেছেন , এ বছর সরকারের প্রধান কাজ হবে বিশ্বজুড়ে আর্থিক সংকট মোকাবিলা করা এবং অর্থনীতির ভারসাম্য ও দ্রুত উন্নয়নের প্রবণতা বজায় রাখা । এতে চীনের আর্থিক সংকট মোকাবিলার প্রত্যয়ের দিকটিই ফুটে উঠেছে ।
রিপোর্টে বর্তমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে চীনের নানা ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতার কথা বর্ণনা করা হয়েছে , উন্নয়নের লক্ষ্য ও নিয়ন্ত্রণের প্রবণতা উল্লেখ করা হয়েছে , কাজের সম্পাদনের ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে এবং চীন সরকারের আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলার প্রত্যয় ও সামর্থ্য স্পষ্টভাষায় তুলে ধরা হয়েছে ।
রিপোর্টে বলা হয় , এ বছর চীনের জিডিপি ৮ শতাংশে বৃদ্ধি পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে । শহরগুলোতে নাগরিকদের জন্য আরো ৯০ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং অধিবাসীদের ভোগ্য পণ্য কেনার হার ৪ শতাংশ বাড়বে । (থান ইয়াও খাং) |