চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৫ মার্চ পেইচিংয়ে বলেছেন , চীন অব্যাহতভাবে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তব সহযোগিতার সম্প্রসারণ , যৌথভাবে আন্তর্জাতিক আর্থিক সংকটের অবনতি প্রতিরোধ করবে , আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার ত্বরান্বিত, বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের সংরক্ষণবাদের বিরোধিতা এবং বিশ্বের অর্থনীতির পুনরুদ্ধার ত্বরান্বিত করবে ।
ওয়েন চিয়া পাও বলেন , নতুন বছরে চীন অব্যাহতভাবে শান্তি , উন্নয়ন ও সহযোগিতার নীতিতে অবিচল থেকে শান্তিপূর্ণভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবে । চীন স্বাধীন এবং শান্তির কূটনীতিতে পারস্পরিক কল্যাণমূলক কৌশলকে ত্বরান্বিত করবে , বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ বিনিময় জোরদার করবে এবং দেশের অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়নের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করবে ।
ওয়েন চিয়া পাও আরো বলেছেন , চীন অব্যাহতভাবে নিজের ও বিশ্বের জনগণের মৌলিক স্বার্থ সংশ্লিষ্ট দিকগুলো বিবেচনা করে থেকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নতুন করে অবদান রাখতে ইচ্ছুক । চীন সরকার ও জনগণ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও জনগণের সঙ্গে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে ইচ্ছুক । (শুয়েই ফেই ফেই) |