v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
এ বছর চীনের আর্থিক ঘাটতি ৯৫০ বিলিয়ন ইউয়ানে\; দাঁড়াবে
2009-03-05 17:25:34
এ বছর চীনের আর্থিক ঘাটতি ৯৫০ বিলিয়ন ইউয়ানে দাঁড়াবে । এ পরিমাণ চীনের অভ্যন্তরীণ জিডিপি'র ৩ শতাংশেরও কম । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৫ই মার্চ পেইচিংয়ে এ তথ্য জানিয়েছেন ।

ঘাটতি বৃদ্ধির কারণ প্রসঙ্গে ওয়েন চিয়া পাও বলেন , এক দিকে অর্থনৈতিক বৃদ্ধির হার এবং শিল্প প্রতিষ্ঠান ও অধিবাসীদের কর আদায়ের হার কমানোর ফলে আর্থিক আয় বৃদ্ধির হার কমে যাবে । অন্য দিকে অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা , জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং সংস্কার গভীর করার জন্য সরকারের বড় অংকের অর্থ বরাদ্দ ও ব্যয়ের প্রয়োনীয়তা দেখা দেবে । আর্থিক আয় হ্রাস এবং ব্যয় বৃদ্ধির সমস্যা সমাধানের জন্য চীন সরকার ৭৫০ বিলিয়ন ইউয়ান কেন্দ্রীয়ভাবে আর্থিক ঘাটতির ব্যবস্থা করবে । এর পাশাপাশি চীনের রাষ্ট্রীয় পরিষদ বিভিন্ন অঞ্চলকে ২০০ বিলিয়ন ইউয়ান ঋণপত্র বিক্রির অনুমতি দিয়েছে । (থান ইয়াও খাং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China