চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও ৫ই মার্চ সকালে চীনের জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে রিপোর্ট পেশের সময় বলেছেন , ২০০৯ সালে বিশ্বের আর্থিক সংকট মোকাবিলা করে চীনের অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত করাই চীন সরকারের প্রধান কর্তব্য । সি আর আই সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন ।
প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও আরো বলেন , আগামী দু ' বছর চীনের বিভিন্ন খাতে মোট ৪ লাখ কোটি ইউয়ান বিনিয়োগ করা হবে । পাশাপাশি অভ্যন্তরিন চাহিদা বাড়ানোর লক্ষ্যে সব শিল্প ও বিভাগের কর কমানো হবে ।
প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও আরো বলেন, চীনের শিল্পপ্রতিষ্ঠানের প্রতিযোগিতার ক্ষমতা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে এবং বৈজ্ঞানিক সহায়তা সময়মত যোগাতে হবে ।
প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের সাধনের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন । |