v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২০০৯ সাল চীনের জিডি পির বৃদ্ধিহার হবে শত করা ৮ ভাগ
2009-03-05 11:07:29

    সি আর আই সংবাদদাতা জানান ,২০০৯ সালে চীনের জিডি পি বৃদ্ধিরহার হবে আনুমানিক শত করা ৮ ভাগ।

    চীনের জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে রিপোর্ট পেশের সময় চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও এ কথা বলেছেন ।

    প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেন , চীন ১৩০ কোটি মানুষের একটি উন্নয়ণশীল দেশ । শহর ও গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো , নাগরিকদের আয় বৃদ্ধি এবং সমাজের স্থিতিশীলতার লক্ষ্যে অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় রাখতে হবে । তিনি বলেন ,কার্যকর ব্যবস্থা নিলে এ লক্ষ্য অর্জন করা সম্ভব ।

    প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের রিপোর্টে বলা হয়েছে ,২০০৯ সালে সারাদেশে প্রায় ৯০ লাখ লোকের কর্মসংস্থান হবে । বেকারের হার ৪.৬ শতাংশের বেশী হবে না । নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম শতকরা প্রায় ৪ ভাগ বৃদ্ধি পাবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China