চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থা--জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশন ৫ই মার্চ সকাল নয়টায় পেইচিংয়ে শুরু হয়েছে। হু চিন থাও, উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, লি ছাং ছুন, সি চিন পিং, লি কে ছিয়াং, হে কুও ছিয়াং এবং চৌ ইয়ুং খাংসহ চীনের কমিউনিস্ট পার্টির নেতারা এ অধিবেশনে অংশ নেন।
চীনের জাতীয় গণ কংগ্রেসেরস্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩ হাজার জাতীয় গণ কংগ্রেস প্রতিনিধির কাছে সরকারের কর্মকান্ড সম্বলিত একটি রিপোর্ট পেশ করেন।
৮দিনব্যাপী অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা সরকারের কর্মকান্ডের রিপোর্ট, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির কাজকর্ম সংক্রান্ত রিপোর্ট, সর্বোচ্চ গণ আদালত এবং সর্বোচ্চ গণ এটর্নী সংস্থার কাজকর্ম সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা করে বার্ষিক পরিকল্পনা রিপোর্ট ও বাজেট রিপোর্টের অনুমোদন দেবেন।--ওয়াং হাইমান
|