পিপলস ডেইলী পত্রিকা তাদের আগামীকালের পত্রিকায় প্রকাশিতব্য একটি সম্পাদকীয়তে ৫ই মার্চ শুরু হতে যাওয়া ১১তম জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন সফল হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , এবার অধিবেশন আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা এবং অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন বজায় রাখার বিষয়কে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে । এতে গভীরভাবে বৈজ্ঞানিক উন্নয়নের নীতি বাস্তবায়ন , সার্বিকভাবে জনগণের মৌলিক স্বার্থ তুলে ধরা , অর্থনীতি ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষার শক্তি সৃষ্টি করা হবে । এ ছাড়াও অর্থনীতির প্রবৃদ্ধি , জনগণের জীবনযাপনের মান এবং স্থিতিশীল পরিস্থিতি রক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় বাস্তবায়ন করা হবে । একই সঙ্গে সাফল্যময় নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীকে স্বাগত জানানো হবে ।
সম্পাদকীয়তে আরো বলা হয়েছে , সম্মেলনে অংশগ্রহণকারী সকল প্রতিনিধিরা নিজ নিজ দায়িত্ব পালন করে ইতিহাস ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নতুনভাবে অবদান রাখবেন । (শুয়েই ফেই ফেই) |