চীনের জাতীয় গণ কংগ্রেসের একাদশতম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের মুখপাত্র লি চাও সিং ৪ মার্চ পেইচিংয়ে বলেছেন , ২০০৯ সালে চীনের প্রতিরক্ষা বাজেটে প্রধানত সেনা বাহিনীর জীবনযাপনের মান উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ বৃদ্ধি পেয়েছে । ২০০৯ সালে চীনের প্রতিরক্ষা বাজেট দেশের আর্থিক বাজেটের ৬.৩ শতাংশ । তা আগের কয়েক বছরের চেয়ে কিছুটা কম ।
এ দিন অনুষ্ঠিত জাতীয় গণ কংগ্রেসের একাদশতম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সংবাদ সম্মেলনে লি চাও সিং বলেন , ২০০৯ সালে চীনের প্রতিরক্ষা বাজেট হল ৪৮০.৬৮৬ বিলিয়ন ইউয়ান । তা গত বছরের চেয়ে ৬২.৪৮২ বিলিয়ন ইউয়ান বেশি । বৃদ্ধির হার ১৪.৯ শতাংশ । সেনা বাহিনীর সদস্যদের জীবনযাপনের মান উন্নয়ন, সেনা বাহিনীর তথ্য যোগাযোগ নির্মাণ এবং দুর্যোগকালিন ত্রাণ ও উদ্ধার এবং সন্ত্রাস দমনসহ বেসামরিক অভিযানে সেনা বাহিনীর সামর্থ্য বাড়ানোর ক্ষেত্রে ২০০৯ সালে চীনের প্রতিরক্ষা বাজেট কিছুটা । চীনের প্রতিরক্ষা বাজেট দেশের জি ডি পি'র ১.৪ শতাংশ । তবে যুক্তরাষ্ট্রের এ হার ৪ শতাংশেরও বেশি । ব্রিটেন ও ফ্রান্সসহ কিছু কিছু দেশের প্রতিরক্ষা বাজেট দেশের জি ডি পি'র ২ শতাংশেরও বেশি । চীনের সীমিত সামরিক শক্তি দেশের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা রক্ষার জন্য তা অন্য কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না । (শুয়েই ফেই ফেই) |