চীনের জাতীয় গণ কংগ্রেস ৪ ট্রিলিয়ন ইউয়ান ব্যয় সম্পর্কিত পর্যালোচনা ও তত্ত্বাবধান করবে। যাতে প্রথম দিকেই এর বাস্তবায়নের প্রতিবন্ধকতা এড়ানো যায়। চীনের জাতীয় গণ কংগ্রেসের ১১তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের প্রথম সংবাদ সম্মেলনে মুখপাত্র লি জাও সিং এ তথ্য জানিয়েছেন।
গত বছরের শেষ নাগদ চীন সরকার ৪ ট্রিলিয়ন ইউয়ানের অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা তৈরী করেছে। সংবাদদাতার প্রশ্নের উত্তরে লি জাও সিং বলেন, এ পরিকল্পনা সরকারের বার্ষিক বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এর আগে গণ কংগ্রেসের অনুমোদন লাগবে। এবারের বার্ষিক অধিবেশনের একটি প্রধান আলোচ্য বিষয় হল ২০০৯ সালের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা এবং ২০০৯ সালের বাজেট পর্যালোচনা করা। তাছাড়া গণ কংগ্রেস পরিকল্পনার বাস্তবায়ন ও নির্বাহী কর্মকান্ডের তত্ত্বাবধান করবে। (ইয়াং ওয়েই মিং) |