চীনের ১১ তম জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় সম্মেলনের মুখপাত্র লি চাও শিং ৪ ফেব্রুয়ারী পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্বের আর্থিক সংকট মারাত্মক আকার ধারণ করলেও উন্নয়নশীল দেশগুলোতে চীনের সাহায্যের পরিমাণ কমে নি এবং এসব দেশের সঙ্গে সহযোগিতার মানও পরিবর্তিত হয়নি।
ভারতের পি টি আই বার্তা সংস্থার সংবাদদাতার এক প্রশ্নের উত্তরে লি চাও শিং বলেন, চীনসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বের আন্তর্জাতিক আর্থিক সংকটের প্রভাব বিশাল। কষ্টকর পরিস্থিতিতে চীন এসব দেশের সঙ্গে সহযোগিতার মূল্যায়ন করে। নিজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন স্থিতিশিল করার পাশাপাশি চীন এসব দেশের জন্য সাহায্যের মাত্রা বাড়াবে এবং কার্যকরভাবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন করবে।
লি চাও শিং আরো বলেন, উন্নয়নশীল দেশগুলো বরাবরই চীনকে সমর্থন করে বিশেষ করে পেইচিং অলিম্পিক গেমস ও শাংহাই বিশ্ব মেলাকে সমর্থন করায় চীন সরকার ও জনগণ তার জন্য ধন্যবাদ জানায়। (লিলি) |