v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের পার্লামেন্ট বা আইন সভার নাম কি?
2009-03-03 14:53:31
    প্রশ্নঃ চীনের পার্লামেন্ট বা আইন সভার নাম কি? এর সদস্য সংখ্যা কত? মহিলা সদস্য কতজন? কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়? কত বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? চীনের নাগরিকগণ কি ভোটের মাধ্যমে জন প্রতিনিধি নির্বাচন করেন ? ইত্যাদি।

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সুলতানশাহীর লিপন স্মৃতি লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট বি এম ফয়সাল আহমেদ, ঘোড়াদাইড়ের বেতার বন্ধু শ্রোতা সংঘের মোঃ রুবেল আহম্মেদ মল্লিক , গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের জীবনপুরের আশরাফুল আশেক, রংপুর জেলার বুড়িরহাট ফার্মের গোয়ালু ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জামালপুর জেলার মাদারগঞ্জের অপরূপা রেডিও লিসনার্স ক্লাবের মিস. কামরুন নাহার শীলা, খাশিমারার পূর্ব নলছিয়া গ্রামের সি আর আই শ্রোতা ক্লাবের সভাপতি হারুন অর রশীদ, নাটোর জেলার আলাদী গ্রামের উত্তরণ সি আর আই লিসনার্স ক্লাবের মোঃ মশিউর রহমান, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কান্দাপাড়ার মা রেডিও এসোশিয়েশনের প্রেসিডেন্ট মোঃ ইউসুফ রায়হান , চুয়াডাঙ্গা জেলার জগন্নাথপুর গ্রামের অনন্যা পারভীন আরিফা , খুলনা জেলার কপিলমুনির সন্ধ্যা মেমোরিয়াল ডিএক্সিং ক্লাবের সভাপতি ডাঃ বিকাশ রজেন ঘোষ প্রমুখ ।

    উঃ চীনের জাতীয় গণ কংগ্রেস হচ্ছে চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা, তবে আমরা তাকে পার্লামেন্ট বা আইন সভা বলি না। কারণ চীনের গণ কংগ্রেস ব্যবস্থা আর বিদেশের সংসদ ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে।

    চীন একটি বহুজাতিক দেশ। বিভিন্ন জাতির আঞ্চলিক স্বশাসন ব্যবস্থা চালু রয়েছে এখানে। কেন্দ্রীয় কমিটি আর স্থানীয় অঞ্চলের সম্পর্ক নিষ্পত্তির সময় কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব আর স্থানীয় অঞ্চলের সক্রিয় সহযোগিতার ভিত্তিতে দু'পক্ষের স্বার্থ সমন্বিতভাবে গড়ে তুলতে হয়। এটা হচ্ছে চীনে গণ কংগ্রেস ব্যবস্থা চালু করার গুরুত্বপূর্ণ ভিত্তি।

    কেউ কেউ চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনকে উচ্চতর সংসদ মনে করেন, এটাও ভুল। চেয়ারম্যান মাও সে তুং বলেছেন, জাতীয় গণ কংগ্রেস এবং রাষ্ট্রীয় পরিষদ হচ্ছে দেশের ক্ষমতা সংস্থা আর প্রশাসনিক পরিচালনা সংস্থা। যদি গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনকেও জাতীয় ক্ষমতাসংস্থা হিসাবে গড়ে তোলা হয়, তাহলে গণতান্ত্রিক কেন্দ্রীকতা কার্যকরী হবে না। তাই গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন চীনের জাতীয় ক্ষমতা সংস্থা নয়।

    সংবিধান অনুযায়ী চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধির সংখ্যা ৩০০০ এর মধ্যে, বর্তমান দশম জাতীয় গণ কংগ্রেসের নারী প্রতিনিধির সংখ্যা ৬০০র বেশি, মোট প্রতিনিধি সংখ্যার তুলনায় ২০ শতাংশের বেশি।

    জাতীয় গণ কংগ্রেস প্রতি বছর এক বার অধিবেশ আয়োজন করে, পাঁচ বছর পর পর নির্বাচন করে। চীনের নাগরিকগণ ভোটের মাধ্যমে গণ প্রতিনিধি নির্বাচন করেন । চীনের নির্বাচন আইন অনুযায়ী, চীনের ১৮ বছরের উপরে জাতি, লিঙ্গ, পেশা, ধর্ম, শিক্ষা, আর্থিক অবস্থা যাই হোক না কেন, সকল নাগরিকে নির্বাচনের এবং নির্বাচিত হবার অধিকার আছে। জেলা পর্যায়ের গণ প্রতিনিধি সরাসরি ভোটারদের ভোটে নির্বাচিত হন।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China