v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন বিদেশ থেকে উচ্চ পর্যায়ের জনশক্তি আমদানি করবে
2009-03-02 22:14:41
চীন সম্প্রতি বিদেশ থেকে উচ্চ পর্যায়ের দক্ষ জনশক্তি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে । এ পরিকল্পনা জাতীয় উন্নয়ন কৌশলগত লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ থেকে দশ বছরে চীন উন্নত প্রযুক্তি দিয়ে নতুন শিল্প উন্নয়ন করতে সক্ষম এমন বৈজ্ঞানিক ও মেধা শক্তি আমদানি করবে । আজকের অনুষ্ঠানে এ সম্পর্কে কিছু কথা বলবো।

বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতি হচ্ছে । অর্থনৈতিক বিশ্বায়নের প্রেক্ষাপটে উচ্চ পর্যায়ের দক্ষ জনশক্তি বিশ্বের এক সম্পদে পরিণত হয়েছে । সংস্কার ও উন্মুক্তকরণের নীতি কার্যকরের ৩০ বছরে চীনে মোট ১৩.৬ লাখ মানুষ লেখাপড়ার জন্য বিদেশে যান । বিদেশে অধ্যায়নরত বা কর্মরত ছাত্রছাত্রী ও প্রযুক্তিবিদরা চীনের উচ্চ পর্যায়ের জনশক্তির প্রধান উত্স । চীনের সংস্কার ও উন্মুক্তকরণের অভিযান এগিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে বিদেশ থেকে মেধা শক্তি আকর্ষণের প্রয়োজন দেখা দিয়েছে । ইউরোপ ও আমেরিকায় চীনের শিক্ষার্থী সমিতির চেয়ারম্যান হান ছি তে বলেছেন , (১)

চীনে ৩০ বছর ধরে সংস্কার নীতি কার্যকর হওয়ার পর চীনে মান সম্পন্ন জনশক্তির চাহিদা ক্রমেই বাড়ছে । তারা বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির শীর্ষ পর্যায়ে রয়েছেন এবং আন্তর্জাতিক বাজার ও নিয়মকানুন সম্পর্কে পরিচিত । চীনের বিদেশ থেকে উচ্চ পর্যায়ের দক্ষ জনশক্তি আমদানির পরিকল্পনা বিদেশে অধ্যায়ন ও কর্মরত চীনা ছাত্রছাত্রীদের নিজের দক্ষতা দেখানোর একটি মঞ্চ তৈরী করেছে ।

জানা গেছে , চীনের বিভিন্ন স্থান ও বিভিন্ন বিভাগ বিদেশ থেকে উচ্চ পর্যায়ের জনশক্তি আমদানির কাজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং এর জন্য আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে। যেমন চিয়ান সু প্রদেশ প্রতি বছর বিদেশ থেকে উচ্চ পর্যায়ের জনশক্তি আমদানির জন্য বিশেষ বরাদ্দ করে এবং আমদানি করা একেকজন বৈজ্ঞানিকের জন্য দশ লাখ ইউয়ান করে আর্থিক সহায়তা দেয় । চীনের শিক্ষা মন্ত্রণালয় ' ছান চিয়াং মেধা পুরস্কার পরিকল্পনা' প্রণয়ন করেছে । গত দশ বছরে এ পরিকল্পনা অনুসারে বিদেশ থেকে মোট ১৩০৮জন বিশেষজ্ঞ ও বিজ্ঞানী আমদানী করা হয়েছে । এদের মধ্যে ৯০৫জন প্রফেসর ও ৪০৩জন ভিজিটিং প্রফেসর । আমদানি করা ৯০ শতাংশ প্রফেসরের বিদেশে লেখাপড়া বা চাকরীর অভিজ্ঞতা রয়েছে , ভিজিটিং প্রফেসর সবই বিদেশ থেকে নেয়া হয়েছে।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে বিদেশ থেকে দেশে ফিরে আসা উচ্চ পর্যায়ের জনশক্তির সংখ্যা বেশি বেড়েছে , তবুও তা দেশের চাহিদা মেটাতে পারছে না । আরো বেশি উন্নত জনশক্তি আমদানির জন্য চীন সরকার আমদানি করা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের চীনের আসা –যাওয়া , চিকিত্সা , আবাসিক ও ছেলেমেয়েদের লেখাপড়া ইত্যাদি সমস্যা সমাধানের সুবিধা দেয় , যাতে বিজ্ঞানীরা চীনে এসেই নিশ্চিন্তে কাজ করতে পারেন । চীনের জাতীয় বিদেশী বিশেষজ্ঞ ব্যুরোর উপমহাপরিচালক চান চিয়েন কো এ প্রসঙ্গে বলেন ,(২)

আমরা বিজ্ঞানীদের পরিবার-পরিজনের থাকা ও ছেলেমেয়েদের লেখাপড়ায় সুবিধা দেয়ার ব্যবস্থা নিয়েছি এবং বিজ্ঞানীদের নিজের পেটেন্ট ও জ্ঞান দেশ গঠনকাজে ব্যবহার করতে উত্সাহ দেই ।

তাছাড়া, চীন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের গবেষণা ব্যবস্থার নবায়ন ও উদ্ভাবন ত্বরান্বিত করবে, আন্তর্জাতিক মানদন্ড ও চীনের অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ গবেষণা ও পরিচালনার ব্যবস্থা ইতিবাচকভাবে খুঁজে বের করবে, আমদানি করা উচ্চ পর্যায়ের জনশক্তিকে নিজেদের উদ্যোগে গবেষণার দক্ষতা ও অর্থ ব্যবহারের দক্ষতা বাড়াবে।

জানা গেছে , চীন কেন্দ্রীয় ও স্থানীয় সরকার পর্যায়ে বিদেশ থেকে উচ্চ জনশক্তি আমদানির কাজ করবে । চীনের বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ও রাষ্ট্রায়াত্ত বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রকাশ্যে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের দক্ষ জনশক্তি আকর্ষণ করবে , বিদেশী বিজ্ঞানীরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি গবেষণা সংস্থা বা বিদেশী বিশেষজ্ঞ ব্যুরোর সঙ্গে যোগাযোগ করতে পারেন । সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞানীদের জীবন বৃত্তান্ত ও নথিপত্র গ্রহণ ও খোঁজখবর নেয়ার ব্যবস্থা রয়েছে । বিদেশী বিশেষজ্ঞ ব্যুরোর উপমহাপরিচালক চান চিয়েন কো বলেছেন, (৩)

বর্তমানে চীনের বিদেশী বিশেষজ্ঞ ব্যুরো বিদেশ থেকে উচ্চ পর্যায় ও অভ্যন্তরীণ জরুরী জনশক্তি আকর্ষণ করতে চায়। বিশেষ করে, কিছু বিভাগ আমাদেরকে যন্ত্রংশ তৈরী , নতুন ধরনের কাঁচা মাল ,সফ্টওয়্যার ,ইন্টিগ্রেটেট সারকিট ও আর্থিক ক্ষেত্রের ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের দক্ষ জনশক্তি আকর্ষণের ইচ্ছা প্রকাশ করেছে । আমরা বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যক্ষভাবে বা আন্তর্জাতিক জনশক্তি বিনিময় ফোরামের মাধ্যমে উচ্চ পর্যায়ের জনশক্তি আকর্ষণের চেষ্টা করবো ।

জানা গেছে , এ বছর বিদেশী বিশেষজ্ঞ ব্যুরোর উদ্যোগে ২০০৯ সাল চীনের আন্তর্জাতিক জনশক্তি বিনিময় ফোরাম , অষ্টম চীন-যুক্তরাষ্ট্র বিজ্ঞান ও প্রযুক্তি সেমিনার এবং বিদেশী জনশক্তি নিয়োগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে । এ সব কর্মসূচী চীন ও বিদেশের জনশক্তি বিনিময় এবং বিদেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের এ দেশে কাজ করার জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China