v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২০০৯ সালের দু'অধিবেশনে সাক্ষাত্কার নেয়ার লক্ষ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে ৩ হাজার সাংবাদিক
2009-03-02 21:46:24

    চীনের একাদশতম জাতীয় গণ কংগ্রেস ও একাদশতম রাজনৈতিক পরামর্শ কমিটির দ্বিতীয় অধিবেশন যথাক্রমে পাঁচই ও তেসরা মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। ২০০৯ সালের এ দু'টি অধিবেশনের সাক্ষাত্কার নেয়ার লক্ষ্যে নিবন্ধনের জন্য তিন হাজার সাংবাদিক আবেদন করেছেন। এ দুই অধিবেশনের তথ্য কার্যালয়ের উপপরিচালক চু শৌ ছেন পয়েলা মার্চ সাংবাদিকদের দেয়া সাক্ষাত্কারে এ কথা বলেছেন। তিনি বলেন, নিবন্ধনের জন্য আবেদনকারীর সংখ্যা গতবছরের সংখ্যা'র প্রায় সমান। এর মধ্যে অন্তর্ভূক্ত বিদেশী সাংবাদিকের সংখ্যা ৮ শ'রও  বেশি এবং হংকং ও ম্যাকাওয়ের সাংবাদিকের সংখ্যা ৪৪০ জন।

    তিনি আরো বলেন, চীন দিন দিন উন্মুক্তকরণ নীতি-বেশী বেশী কার্যকর করছে। দু'অধিবেশনেও অধিক থেকে অধিকতর স্বচ্ছতা থাকবে। সংশ্লিষ্ট প্রতিনিধি ও সদস্যরা এবারের দু'অধিবেশন আরও সুবিধানজনকভাবে আয়োজন করবেন বলে তারা আশাবাদী। --ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China