চীনের একাদশতম রাজনৈতিক পরামর্শ কমিটির দ্বিতীয় অধিবেশনের মুখপাত্র চাও ছিন চেং ২ মার্চ জানিয়েছেন , এ দিন বেলা ১২টা পর্যন্ত সচিবালয় মোট ২৬৫টি প্রস্তাব পেয়েছে । অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো এবং সীমান্ত বাণিজ্য সম্প্রসারণসহ অর্থনৈতিক বিষয়ক প্রস্তাবই বেশি ।
২ অনুষ্ঠিত একাদশতম রাজনৈতিক পরামর্শ কমিটির দ্বিতীয় অধিবেশনের প্রথম সংবাদ সম্মেলনে চাও ছি চেং জানিয়েছেন , কেন্দ্রীয় সরকার দু'বছরের মধ্যে অর্থনীতিকে চাঙ্গা করে তোলার উত্সাহের জন্য ৪ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ করার প্রস্তাব দিয়েছে । রাজনৈতিক পরামর্শ কমিটির অধিংকাশ সদস্যের মতামত হল , এ ৪ ট্রিলিয়ন ইউয়ান সঠিকভাবে ব্যবহার করতে হবে । তা দেশ এবং জনগণের জীবনের জন্য সহায়ক ।
তিনি আরো বলেন , সদস্যরা সীমান্ত বাণিজ্য হ্রাসের ওপরও দৃষ্টি দেন । এ ছাড়া , তারা কর্মসংস্থান বাড়ানো এবং শহর ও গ্রামের পার্থক্য কমানোসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দেন । (শুয়েই ফেই ফেই) |