চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শক সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। সম্প্রতি চীনের জাতীয় পরামর্শক সম্মেলনের সদস্য, ১১তম রাজনৈতিক পরামর্শক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের মুখপাত্র জাও ছি জেং সংবাদাতাদের প্রশ্নের উত্তরে বলেন, চলতি বছরের বার্ষিক সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ে রয়েছে, চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির প্রভাবে চীনের পরিস্থিতি।
জাও ছি জেং বলেন, বিশ্ব ব্যাংকিং সংকটের কারণে ২০০৯ হবে একটি বিশেষ বছর। চীন একটি দায়িত্বশীল দেশ হিসেবে আন্তর্জাতিক মহলে চীনের ভূমিকা ক্রমাগত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এ বার্ষিক সম্মেলনে আলোচ্য বিষয় শুধু চীনের অভ্যন্তরীণ ব্যাপার নয়। তিনি বলেন:
"বিশ্বের অর্থনীতি ও রাজনীতি মহলে চীনের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের পরিস্থিতি পৃথিবীর ওপরে প্রভাব ফেলে এবং বিশ্বের কোথাও কোনো কিছু ঘটলে চীনের ওপরেও তার প্রভাব পড়ে। তাই আমাদের পরামর্শক সম্মেলনে কৌশলগত দৃষ্টিকোণ থেকে চীন আর বিশ্বের পরিস্থিতি দেখা উচিত।"
তিনি আরো জানান, অভ্যন্তরীণ বিষয়ে রয়েছে ব্যাংকিং সংকট মোকাবিলা, কর্মসংস্থা বাড়ানো এবং কৃষক কর্মী।
চীনের গণ রাজনৈতিক পরামর্শক সম্মেলন চীনে কেমন ভূমিকা পালন করছে সেই প্রশ্নের উত্তরে জাও ছি জেং বলেন:
"অধিকাংশ দেশেই রাজনৈতিক পরামর্শক সম্মেলন নেই। তাই তাদের জন্য এই সংস্থার ভূমিকা বোঝা একটু কঠিন। এটি হলো একটি যৌথ ফ্রন্ট সংস্থা। চীনের বিভিন্ন জাতি'র মানুষ, বিভিন্ন পার্টি এবং সংস্থা, বিভিন্ন মহলের মানুষ নিয়ে গঠিত এই রাজনৈতিক পরামর্শক সংস্থা। এই সংস্থা চীনের গণতন্ত্রের প্রতীক। আমরা তাকে বলি রাজনৈতিক পরামর্শের গণতন্ত্র। তার আইন প্রনয়ন ও নির্বাহী কোনো ক্ষমতা নেই। কিন্তু তা হলো চীনের রাজনৈতিক মহলের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ।"
চীনের গণ রাজনৈতিক পরামর্শক সম্মেলন থেকেই চীনের বিভিন্ন জাতি'র সম্প্রীতির মিলন প্রতিফলিত হয়েছে। তার প্রধান লক্ষ্য হলো, রাজনৈতিক পরামর্শ, গণতান্ত্রতিক তত্ত্বাবধান এবং দেশের বিভিন্ন ব্যাপারে মতামত দেয়া। এ সংস্থার প্রধান লক্ষ্য হলো ঐকবদ্ধ এবং গণতন্ত্রের উন্নয়ন।
চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শক সম্মেলনের বার্ষিক সম্মেলন ৩ মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলণের কর্মসূচী হলো, তার স্থায়ী কমিটি'র কর্ম রিপোর্ট এবং ১১তম সম্মেলনের প্রথম অধিবেশনের প্রস্তাবের বাস্তবায়ন সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা করা। চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে অংশ নেয়া এবং সরকারি কর্ম রিপোর্ট শোনা। (ইয়াং ওয়েই মিং) |