২০০৯ সালের ১১তম জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন এবং ১১তম রাজনৈতিক পরামর্শ কমিটির দ্বিতীয় অধিবেশন আয়োজনের আগে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের গণ কংগ্রেসের প্রতিনিধি এবং রাজনৈতিক পরামর্শ কমিটির সদস্যরা পৃথক পৃথকভাবে নিজেদের প্রস্তাব দাখিলের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় অঞ্চলের সঙ্গে সম্পর্কোন্নয়ন কীভাবে জোরদার এবং কেন্দ্রীয় অঞ্চলের ওপর নির্ভর করে কীভাবে আর্থিক সংকটের সমাধান করা যায়, তা হলো বর্তমানে বিবেচনার একটি মূল বিষয়।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের দু'জন গণ কংগ্রেসের প্রতিনিধি এবং সাত জন রাজনৈতিক পরামর্শ কমিটির সদস্য এদিন পৃথক পৃথকভাবে হংকংয়ের এক সম্মেলনে বলেছেন, তারা এবার দু'অধিবেশনের মাধ্যমে হংকংয়ের অবস্থা সারা দেশকে জানানোর প্রতিক্ষায় রয়েছেন।
হংকং অঞ্চলের রাজনৈতিক পরামর্শ কমিটির সদস্য ইয়াং সিয়াও হুয়া চু নদীর বদ্বীপ অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি এবং তাদের আনুষঙ্গিক পরিসেবা জোরদার সংক্রান্ত পাঁচটি প্রস্তাব দাখিল করেছেন। রাজনৈতিক পরামর্শ কমিটির আরেকজন সদস্য থান ইয়াও চুং বলেন, আর্থিক সংকট হংকংয়ের ওপর বেশি প্রভাব ফেলেছে। তবে হংকং কেন্দ্রসহ সারা দেশের সমর্থন পেয়েছে, যা হংকংয়ের অধিবাসীদের জন্য একটি বিশাল উত্সাহব্যান্জক । হংকং অঞ্চলের উন্নয়নের দুয়ার উন্মুক্ত থাকবে বলে তিনি আশাবাদী।
হংকং অঞ্চলের গণ কংগ্রেসের প্রতিনিধি ছাই সু ইয়ু এবারের দু'অধিবেশনেই পরিবেশ সুরক্ষা সমস্যায় ধারাবাহিক মতামত ও প্রস্তাব দাখিল করবেন। --ওয়াং হাইমান
|