v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে চীন সরকারের বিশেষ দূতের সাক্ষাত্
2009-02-27 14:39:47
    নেপালের প্রধানমন্ত্রী  পুষ্প কমল দাহাল প্রচন্দের সঙ্গে ২৬শে ফেব্রুয়ারী নেপালের রাজধানী কাঠমান্ডুতে সফররত চীন সরকারের বিশেষ দূত, পররাষ্ট্র মন্ত্রীর সহকারী হু চাং ইউয়ে সাক্ষাত্ করেছেন।

    প্রচন্দ বলেন, নেপাল সরকার চীনের সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ গুরুত্ব দেয়। নেপালের শান্তি প্রক্রিয়া ও অথনৈতিক উন্নয়নে চীন যে সমর্থন ও সাহায্য করেছে, তিনি তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। নেপাল চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে দু'দেশের বন্ধুত্বপুর্ণ সহযোগিতামূলক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।

    প্রচন্দ পুনরায় ঘোষণা করেন, নেপাল সরকার অবিচলভাবে এক চীন নীতি অনুসরণ করে। নেপাল মনে করে, তিব্বত প্রাচীনকাল থেকেই চীনের  একটি অবিচ্ছেদ্য অংশ। কোন শক্তিকে নেপালের ভূভাগকে কাজে লাগিয়ে চীন বিরোধী তত্পরতা চালাতে দেবে না।

    হু চাং ইউয়ে প্রচন্দকে চীনের নেতাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং চীন ও নেপালের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের অগ্রগতির ইতিবাচক মূল্যায়ন করেছেন। তিব্বতসহ চীনের কেন্দ্রীয় স্বার্থের সঙ্গে জড়িত সমস্যায় নেপাল সরকার চীনকে মূল্যবান সমর্থন দেয়ার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, চীন নেপালের সঙ্গে যৌথভাবে সুপ্রতিবেশিসুলভ মৈত্রী সুসংহত করবে, বাস্তব সহযোগিতা গভীরতর করবে এবং দু'দেশের সুপ্রতিবেশীসুলভ অংশীদারিত্বের সম্পর্ককে নিরন্তরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China