বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন ২৬শে ফেব্রুয়ারী রাতে তথ্য মাধ্যমকে বলেন, ইতোমধ্যেই পুলিশ পুরোপুরি বিডিআর সদর দপ্তরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং আটকে পড়া ২২ জন সামরিক কর্মকর্তাকে মুক্ত করেছে। কিন্তু আরো ১৩৭ জন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।
সাহারা খাতুন বলেন, পুলিশ বিডিআর সদর দপ্তর নিয়ন্ত্রণে নেয়ার পর বিদ্রোহী বিডিআর সৈনিকরা অস্ত্র সমর্পন করে ব্যারাকে ফিরে গেছেন। তিনি আশা করেন, অস্ত্র সমর্পনের পর পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব শান্তিপূর্ণ ও স্বাভাবিক হবে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর ২৫শে ফেব্রুয়ারী সকাল থেকে আটকে পড়া ২২ জন সামরিক কর্মকর্তা ও তাঁদের পরিবার পরিজনসহ শতাধিক লোক ২৬শে ফেব্রুয়ারী রাতে মুক্তি পান। ২৬ ফেব্রুয়ারী বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিদ্রোহের ঘটনায় প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছেন। কিন্তু স্থানীয় তথ্য মাধ্যম ২৬শে ফেব্রুয়ারী মুক্তি পাওয়া এক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ঘটনায় প্রায় ১০০ জন কর্মকর্তা নিহত হয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে) |