v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের ঐতিহ্যবাহী লন্ঠন উত্সবে ছিয়েন মেন রাস্তায় বেড়াতে যাবো
2009-02-19 21:04:44

    ৯ই ফেব্রুয়ারী হল চীনের চন্দ্র বর্ষের ঐতিহ্যবাহী লন্ঠন উত্সব । উ উত্সব হল চীনাদের বসন্ত উত্সব উদযাপনের আরেকটি উত্তাল জোয়ার । চীনে এমন একটি কথা প্রচলিত আছে , লন্ঠন উত্সবের পর নতুন বছরের উদযাপন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হয় । লন্ঠন উত্সবকে পুর্নমিলনী উত্সব হিসেবেও বলা যায় । পরিবারের সবাই এবং বন্ধুরা একসাথে ইউয়ান সিয়াও খাবার খায় , লন্ঠন জ্বালায়, লন্ঠনে লেখা ধাঁধা ধারণ করে এবং লন্ঠন মেলায় গিয়ে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর লন্ঠন দেখে । এসবই লন্ঠন উত্সব উদযাপনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান । চলতি বছরের লন্ঠন উত্সব ছয় শ'বছরের পুরোনো , চীনের সবচেয়ে বিখ্যাত বাণিজ্য সড়ক--ছিয়ান মেন সড়কে চীনের ঐতিহ্যবাহী লন্ঠন মেলা অনুষ্ঠানের আয়োজন করে নাগরিকদের দেখানো হয়েছে । 

    ছিয়েন মেন সড়কের ইতিহাস সুদীর্ঘ । পুরো সড়কের দৈর্ঘ্য ৮৪০ মিটারেরও বেশি । সড়কের দু'পাশে বিভিন্ন ধরনের বড় দোকান রয়েছে । কয়েক শ'বছরে ছিয়েন মেন এলাকায় বরাবরই পেইচিংয়ের সবচেয়ে বৈশিষ্ট্য এবং ঐতিহ্য নির্মাণ স্টাইল বজায় রয়েছে । পেইচিংয়ের কথা বললে সবার কাছে ছিয়েন মেনের কথা উল্লেখ করতে হয় । ছিয়েন মেনও চীনের সবচেয়ে সমৃদ্ধ বাণিজ্য সড়কের অন্যতম । সেখানে চীনের বিভিন্ন ধরনের রীতিনীতি ও সংস্কৃতি অনুভব করা যায় । প্রতি বছর বহু পর্যটক ছিয়েন মেনের ঐতিহ্যের কথা শুনে এখানে বেড়াতে আসেন । ছিয়েন মেন সড়ক পরিচালনা কমিশনের লি বো জানিয়েছেন :

    ছিয়েন মেন সড়ক পেইচিংয়ের চেং ইয়াং দরজার দক্ষিন দিকে অবস্থিত । নিষিদ্ধ নগরী অথবা প্রাচীনকালে চীনের রাজাদের রাজপ্রাসাদের কাছাকাছি । রাজা প্রত্যেক বার বাইরে যান , যেমন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় নিশ্চয়ই ছিয়েন মেন সড়ক পার করতে হয় । তাই এ সড়ক "রাজা সড়ক" হিসেবেও পরিচিত । মানে এ সড়ক হলো রাজা চলার সড়ক । ছিয়েন মেন সড়ক ১৬ ও ১৭ শতাব্দীতে নির্মিত হয় । মিং রাজবংশের পর এ সড়ক আস্তে আস্তে আরো সমৃদ্ধ হয়ে ওঠে । ছিং রাজবংশে ছিয়েন মেন সড়কের বাণিজ্যিক অবস্থা সবচেয়ে ভালো । অতীত থেকে এখন পর্যন্ত ছিয়েন মেন সড়কের বাণিজ্য সবসময়ই খুব উন্নত । লোক এখানে মেলা আয়োজন করে এবং কেনাকাটা করে । তাই রাস্তার দু'পাশের দোকানও বেশি এবং আরো সমৃদ্ধ হয়েছে ।

    গত শতাব্দীর ২০ ও ৩০ দশকে পশ্চিমা সংস্কৃতি চীনে প্রবেশের সঙ্গে সঙ্গে ছিয়েন মেন সড়ক নির্মাণে পশ্চিমা দেশের নির্মাণ বৈশিষ্টও পরিলক্ষিত হয় । সড়কের দু'পাশে দেখা যায় ইউরোপীয় স্টাইলের ছোট ভবন এবং ঘন্টাঘর । চীনের ঐতিহ্য নির্মাণের মধ্যে পশ্চিমা দেশের ভবন সংরক্ষিত আছে । লি বো জানিয়েছেন , অতীতে ছিয়েন মেন সড়কের চেহারা ধরে রাখার জন্য পুরাকীর্তি নিদর্শন রক্ষা বিভাগ "পুরোনো চেহারা অনুযায়ী মেরামত করার" নীতিতে এ পুরানো সড়ক মেরামত করেছে । তিনি বলেন:  

    ২০০২ সাল থেকে ছিয়েন মেন সড়কের সাংস্কৃতিক ও বাণিজ্যিক মূল্য প্রকাশের জন্য আমরা অনেক বিশেষজ্ঞকে গবেষণা করার আমন্ত্রণ করেছি । অবশেষে আমরা ঠিক করেছি যে গত শতাব্দীর ২০ ও ৩০ দশকের অবস্থা অনুযায়ী এ সড়কে মেরামত করার সিদ্ধান্ত নিয়েছি । তাই এখন আপনি ছিয়েন মেন সড়কের দৃশ্য দেখলে এক শ'বছর আগের ছিয়েন মেন সড়কের চেহারা কল্পনা করতে পারবেন । আপনি পুরোনো পেইচিংয়ের ইতিহাস ও সংস্কৃতি এবং পুরোনো ছিয়েন মেন সড়কের সমৃদ্ধি উপলব্ধি করতে পারেন ।

    নতুন করে নির্মিত ছিয়েন মেন সড়ক গত বছরের আগস্ট মাসে অর্থাত্ অলিম্পিক গেমস আয়োজনের আগে পুনরায় পর্যটকদের জন্য খুলে দেয়া হয় । ঐতিহ্যবাহী নির্মাণ ,পেইচিংয়ের বৈশিষ্টময় এবং পুরোনো ব্র্যান্ড দোকান প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের বহু পর্যটকের দৃষ্টি আকর্ষন করছে । ছিয়েন মেন সড়কের একটি বিশেষ যোগাযোগ পদ্ধতি--দাং দাং গাড়ি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে । তা হলো গত শতাব্দীর ২০ দশকে পেইচিংয়ের এক রকমের রেল বাস । তখন এ বাস পেইচিংয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ বাহন ছিল । এ গাড়ি চলাচলের সময় ড্রাইভারের ঘন্টা বাজানোর মাধ্যমে দাং দাং শব্দ আসে । এ দাং দাং শব্দ যাত্রীদের সজাগ করে । তাই সবাই এ রেল বাসকে দাং দাং গাড়ি বলে থাকে। এখন এমন পুরোনো স্টাইলের বাস আবার ছিয়েন মেন সড়কে ফিরে এসেছে । আপনি এ রেল বাসে করে পুরোনো পেইচিং উপভোগ করতে পারেন ।  

    ছিয়েন মেন সড়কে পুরোনো পেইচিংবাসীর স্মরণে রয়েছে , যা পর্যটকের দৃষ্টিও আকর্ষন করে । পর্যটক ওয়াং সিন লু বিশেষ করে তার বন্ধুদের নিয়ে ছিয়েন মেন সড়কে বেড়াতে আসেন এবং ইতিহাসে এ সড়কের সমৃদ্ধি অনুভব করেন । তিনি বলেন :

    আগে এ সড়কে বাসেও চলা যেতো , একের পর এক দোকান ছিল । ছোটবেলায় আমি এখানে বেড়াতে যেতে পছন্দ করতাম । এখন এ সড়কে মোটর গাড়ি পর্যন্ত চলাচল নিষিদ্ধ করা হয়েছে । আমার মনে হয় খুব বৈশিষ্টময় । ছোটবেলায় সিনেমা ও বৃদ্ধ-বৃদ্ধার কথা থেকে ছিয়েন মেন সড়ক সম্পর্কে কিছুটা জেনেছি । এখন আরো মজা লাগে ।

    লন্ঠন উত্সবে ছিয়েন মেন সড়কে চীনের বিভিন্ন জায়গার লন্ঠন মেলা অভিনয় দল আবার চীনের ঐতিহ্যবাহী সংশ্লিষ্ট উদযাপন অনুষ্ঠান পর্যটকদের দেখাবে । এমন উদযাপন অনুষ্ঠানের একটি নাম আছে , তা হল :রাস্তায় পা ফেলা । তা চীনের ঐতিহ্যবাহী লোক নাচ-গান অভিনয় এবং অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তি ।

    সড়কে পা ফেলা যেন বিদেশের ফ্লোট প্যারেডের মত , সবাই মিলে উত্সব উদযাপনের জন্য সড়কে মিছিল করে । অভিনয় দল সামনে চলার পাশাপাশি অনুষ্ঠান অভিনয় করে দর্শকদের দেখায় । ৯ই ফেব্রুয়ারী পর্যটকরা ছিয়েন মেন সড়কে উন্মুক্ত মঞ্চে এমন অনুষ্ঠান উপভোগ করতে পেরেছে । পেইচিং শহরের সংস্কৃতি ব্যুরোর সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রের উপ পরিচালক চাং উই জানিয়েছেন :

    ছিয়েন মেন সড়ক একটি পুরোনো সড়ক । আমরা ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্প্রসারণের লক্ষ্যে এ জায়গাকে "রাস্তায় পা ফেলা" অনুষ্ঠান আয়োজনের জায়গা হিসেবে বাছাই করেছি । অনুষ্ঠানে আমরা চীনের বিখ্যাত লোক অভিনয় দলদের আমন্ত্রণ করেছি । যাতে সবার একসঙ্গে লন্ঠন উত্সবের আনন্দময় পরিবেশ উপভোগ করা যায় ।

    এ ছাড়া , উদযাপন অনুষ্ঠানের মধ্যে রয়েছে চীনের ঐতিহ্য ছায়া পুতুল অপেরা এবং পুতুল অপেরা । উল্লেখ্য, অনুষ্ঠানে চীনের ৮ জন অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তির উত্তরাধিকারী তাদের শিল্পকলা পর্যটকদের দেখিয়েছে । (শুয়েই ফেই ফেই)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China