চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সৌদী আরব, মালি, সেনেগাল, তানজানিয়া এবং মরিশাস সফর শেষ করে ১৮ই ফেব্রুয়ারী সকালে বিশেষ বিমানযোগে পেইচিংয়ে ফিরে এসেছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে বলেন, এবারের সফর হচ্ছে নতুন পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কার্যক্রম। তা এশীয় ও আফ্রিকান দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক সুসংহত ও গভীরতর করেছে এবং এসব দেশের জনগণের সঙ্গে চীনা জনগণের মৈত্রী গভীরতর করেছে। সফর ফলপ্রসূ হয়েছে।
চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক ও কেন্দ্রীয় কার্যালয়ের মহাপরিচালক লিং চি হুয়া, সম্পাদকমন্ডলীর অপর এক সম্পাদক ও কেন্দ্রীয় নীতি গবেষণালয়ের মহাপরিচালক ওয়াং হু নিং, রাষ্ট্রীয় কাউন্সিলার তেই বিং কুওসহ প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সফর সঙ্গীরাও একই বিমানে পেইচিংয়ে পৌঁছেছেন। (লিলি) |