v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা শিক্ষার হিড়িক ত্বরান্বিত করছে
2009-02-16 19:25:38
চীনা ভাষা শিক্ষার হিড়িক অব্যাহতভাবে পড়ার পাশাপাশি বিদেশে বিবিন্ন উপায়ের মাধ্যমে চীনা ভাষা শেখার বিদেশীর সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। যদি বিদেশী চীনা ভাষা শিখতে ও চীনকে সমঝোতা করতে আগ্রহী, তাহলে চীনে অধ্যয়ন করা ছাড়া আরেকটি সহজ উপায় আছে। এ উপায় হচ্ছে স্থানীয় বিশ্ববিদ্যালয় বা অঞ্চলের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষা শেখা। আজকের অনুষ্ঠানে এ সম্পর্কে কিছু কথা বলবো।

কনফুসিয়াস ইনস্টিটিউট বিশ্বে চীনা ভাষা ও চীনের সংস্কৃতি প্রচারের সংস্থা। বিদেশের বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের তুলনায় এখানের লোক কেবল বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ পেতে পারে তা নয়, বরং নানা ধরণের সাংস্কৃতিক তত্পরতার মাধ্যমে চীনের বিভিন্ন ক্ষেত্রের তথ্য পেতে পারে।

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার, কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তর পরিষদের চেয়ারম্যান লিউ ইয়ান তোং বলেছেন, ২০০৪ সাল থেকে প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠার পর চীনা ভাষা প্রশিক্ষণের সংস্থা বিশ্বের পাঁচটি মহাদেশে রয়েছে। লিউ ইয়ান তোং বলেছেন, (১)

বর্তমানে চীন ৭৮টি দেশ ও অঞ্চলে ২৪৯টি কনফুসিয়াস ইনস্টিটিউট গড়ে তুলেছে। এসব কনফুসিয়াস ইনস্টিটিউট বিভিন্ন দেশের অবস্থা অনুযায়ী, নমনীয় প্রশিক্ষণের পদ্ধতি ব্যবহার করেছে। বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও প্রাথমিক স্কুল এবং শিল্পপ্রতিষ্ঠানে চীনা ভাষা সংক্রান্ত ছ'হাজার কোর্স চালু হয়েছে। বর্তমানে আনুষ্ঠানিক সদস্য ১.৩ লাখ। এর পাশাপাশি ১৪ লাখ বিদেশী বহু সাংস্কৃতিক বিনিময় তত্পরতা অনুষ্ঠিত হয়েছে।

কনফুসিয়াস ইনস্টিটিউট চীন ও বিদেশ সহযোগিতামূলক উপায় ব্যবহার করেছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠ বিনিময় ও চীনা ভাষা শিক্ষার চাহিদা রওয়ার অঞ্চল ও বিদেশী ইনস্টিটিউট চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তরে আবেদন উত্থাপনের পর অনুমতি দিলে চীন চীনা ভাষা শিক্ষক , পাঠ্য পুস্তক ও শিক্ষা-উপকরণ পাঠাবে এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ দেবে। এ সহযোগিতামূলক উপায়ের মাধ্যমে কনফুসিয়াস ইনস্টিটিউট বিদেশের চাহিদা ভালোভাবে মেটানো হয়েছে। জানা গেছে, শুধু গত বছর চীন ও বিদেশ বিভিন্ন দেশের কনফুসিয়াস ইনস্টিটিউটে পুঁজি বিনিয়োগের মূল্য ১০ কোটিরও বেশি মার্কিন ডলার।

জানা গেছে, বর্তমানে চীনের শতাধিক শোটি বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট গড়ে তোলার প্রকল্পে যোগ দিয়েছে। যেমন চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়--- চীন গণ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় বিদেশের সঙ্গে সহযোগিতায় আটটি কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। এ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ছেন ইউ লু বলেছেন, (২)

আমাদের প্রধান কর্তব্য হলো চীনা ভাষা শিক্ষক পাঠানো। এর পাশাপাশি চীনের সংস্কৃতি ও চীনে পুঁজি বিনিয়োগ ক্ষেত্রের শিক্ষকও পাঠিয়েছে। এ প্রক্রিয়ায় আমরাও বিভিন্ন দেশের অবস্থা অনুযায়ী নতুন পাঠ্য পুস্তক সংকলন করেছি। যেমন আয়ারল্যান্ডের তুব্লিন বিশ্ববিদ্যালয়ে আমরা চীনা অপেরা অনুষ্ঠান আয়োজন করেছি। যাতে এসব অনুষ্ঠানের মাধ্যমে বিদেশী বন্ধুরা চীনের ঐতিহ্যিক সংস্কৃতি সমঝোতা করা যায়।

উল্লেখ্য, বিভিন্ন স্থানের কনফুসিয়াস ইনস্টিটিউট স্থানীয় অঞ্চলে চীনের ব্যাখ্যা করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০৮ সালে দশ মাসব্যাপী চীনের সাংস্কৃতিক বছর ব্রিটেনের এডিন্বুর্গ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এক শোরও বেশি অনুষ্ঠান ২০ হাজার লোকের দৃষ্টি আকর্ষণ করেছে। ব্রিটেনের মানছেস্টার বিশ্ববিদ্যালয় পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠানের আগে "চীন সপ্তাহ" নামক প্রদর্শনী সংগঠন করেছে। মানছেস্টার বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য আলিস্টার উলফ বলেছেন, কনফুসিয়াস ইনস্টিটিউট কেবল চীনা ভাষা শিক্ষার সংস্থা তা নয়, বরং বিদেশী চীনকে সমঝোতার গুরুত্বপূর্ণ জানালা। উলফ বলেছেন, (৩)

আমাদের বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের বাইরের জনগণ চীনকে সমঝোতার জন্য নানা ধরণের তত্পরতা অনুষ্ঠান করেছি, মাধ্যমিক স্কুলের শিক্ষক চীনা ভাষা প্রশিক্ষণ দিয়েছি এবং চীনে পুঁজি বিনিয়োগের ব্যবসায়ী ভাষা ও সাংস্কৃতিক ক্ষেত্রের প্রশিক্ষণ দিয়েছি। মোটের উপর জনগণ কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে চীনের সমঝোতার পর্যায় উন্নত করেছে। কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কল্যাণ পেতে পারে তাই নয়, বরং মানছেস্টার ও উত্তর পশ্চিম ব্রিটেনের জনগণের জন্য কল্যাণকর।

জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনা ভাষা শেখার লোক সংখ্যা অব্যাহতভাবে উন্নত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিক স্কুলে চীনা ভাষা শেখার ছাত্র-ছাত্রীর সংখ্যা ১.৩ লাখ। তবে তিন বছরের আগে শুধু ২০ হাজার। ব্রিটেন ও ফ্রান্সের তিন শোও বেশি মাধ্যমিক ও প্রাথমিক স্কুলেও চীনা ভাষা কোর্স চালু হয়েছে। চাহিদা মেটানোর জন্য এ পর্যন্ত চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তর বিশ্বের ১৫০টিরও বেশি দেশে চার হাজার চীনা ভাষা শিক্ষক ও স্বেচ্ছাসেবক পাঠিয়েছে। এর পাশাপাশি ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ২০ হাজার চীনা ভাষা শিক্ষক প্রশিক্ষণ করেছে।

কনফুসিয়াস ইনস্টিটিউটের উপমহাপরিচালক মা চিয়েন ফেই বলেছেন, বিদেশী চীনা ভাষা শেখার চাহিদা মেটানোর জন্য কনফুসিয়াস ইনস্টিটিউট ৪০টিরও বেশি বিদেশী ভাষা সংক্রান্ত চীনা ভাষার পাঠ্য পুস্তক সংকলন করছে। তিনি বলেছেন, (৪)

আমরা বিভিন্ন দেশ, বিভিন্ন বিদেশী ভাষা, বিভিন্ন সংস্কৃতি অনুযায়ী বিশেষ পাঠ্য পুস্তক সৃষ্টি করবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China