১৬ই ফেব্রুয়ারী চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'র রাষ্ট্রীয় তানজানিয়ায় সফর শেষ করেছেন। তার মৈত্রী ও সহযোগিতার সফর অব্যাহতভাবে চালানোর উদ্দেশ্যে তিনি দারেসসালাম ত্যাগ করে মরিশাস গেছেন।
তানজানিয়ার প্রেসিডেন্ট জাকায়া ম্রিশো কিকওয়েত বিমান বন্দরে হু চিন থাওকে বিদায়-সম্বর্ধনা জানিয়েছেন। এবারই তানজানিয়ায় চীনের প্রেসিডেন্টের প্রথম সফর। সফরকালে হু চিন থাও তানজানিয়ার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্ করেন। তারা দু'দেশের ঐতিহ্যিবাহী মৈত্রী সুসংহত, বাস্তব সহযোগিতা গভীর, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক নতুন পর্যায়ে ত্বরান্বিত করা সম্পর্কে একমত হয়েছেন।
তানজানিয়া হু চিন থাও'র মৈত্রী ও সহযোগিতা সফরের চতুর্থ ধাপ। এর আগে তিনি সৌদী আরব, মালি ও সেনেগাল সফর করেছেন।(লিলু) |