তানজানিয়া সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৫ই জানুয়ারি দারেস সালামে তানজানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিকুয়েতের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠককালে হু চিন থাও বলেন, চীন তানজানিয়ার সঙ্গে ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত করে বাস্তব সহযোগিতা আরো জোরদার এবং দু'দেশের সহযোগিতামূলক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করবে।
হু চিন থাও বলেন, তানজানিয়া হলো চীনের পুরোনো বন্ধু। চীন আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক। আফ্রিকার দেশগুলোকে দেয়া চীনের সাহায্য ভবিষ্যতে বাড়বে বৈ কমবে না।
জাকায়া বলেন, চীন হচ্ছে তানজানিয়ার ভাল বন্ধু। তানজানিয়া চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরে অর্জিত সাফল্যের জন্য গৌরব বোধ করে। চীনের সাফল্য আফ্রিকার জন্য একটি দৃষ্টান্ত । চীন থেকে আফ্রিকা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে। (ইয়াং ওয়েই মিং) |